হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের জালালপুর গ্রামে যুক্তরাজ্য প্রবাসীর বাড়ির সামনের পুকুরপাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, গত বুধবার জালালপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ইকবাল মিয়ার বাড়ির সামনের পুকুরপাড়ে একটি পাইপগান পড়ে থাকতে দেখে তারা তাৎক্ষণিকভাবে নবীগঞ্জ থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন পিপিএম-এর নির্দেশে এসআই কাজল চন্দ্র দেব সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ পাইপগানটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। একই স্থানে একটি মানিব্যাগও পাওয়া যায়। ওই মানিব্যাগের ভেতর থেকে চৈতন্য গ্রামের জুয়েল নামে এক ব্যক্তির ছবি সংবলিত একটি পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।
নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও একটি মানিব্যাগ উদ্ধার করা হয়েছে। মানিব্যাগে থাকা পরিচয়পত্র যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি, তদন্ত চলছে।
এদিকে, এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা পাইপগানটি সেখানে ফেলে রেখে গেছে, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। পুলিশ বলছে, ঘটনাটি গভীরভাবে অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের জালালপুর গ্রামে যুক্তরাজ্য প্রবাসীর বাড়ির সামনের পুকুরপাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, গত বুধবার জালালপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ইকবাল মিয়ার বাড়ির সামনের পুকুরপাড়ে একটি পাইপগান পড়ে থাকতে দেখে তারা তাৎক্ষণিকভাবে নবীগঞ্জ থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন পিপিএম-এর নির্দেশে এসআই কাজল চন্দ্র দেব সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ পাইপগানটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। একই স্থানে একটি মানিব্যাগও পাওয়া যায়। ওই মানিব্যাগের ভেতর থেকে চৈতন্য গ্রামের জুয়েল নামে এক ব্যক্তির ছবি সংবলিত একটি পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।
নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও একটি মানিব্যাগ উদ্ধার করা হয়েছে। মানিব্যাগে থাকা পরিচয়পত্র যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি, তদন্ত চলছে।
এদিকে, এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা পাইপগানটি সেখানে ফেলে রেখে গেছে, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। পুলিশ বলছে, ঘটনাটি গভীরভাবে অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।