সিলেট নগরীর ইসলামপুরস্থ জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির দায়িত্ব বহির্ভূত কার্যক্রম পরিচালনার অভিযোগে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন যুগ্ম-জেলা জজ দ্বিতীয় আদালত। গত ২৪ এপ্রিল সিলেটের যুগ্ম-জেলা জজ দ্বিতীয় আদালতের বিচারক এই আদেশ প্রদান করেন। আগামী ১৫ দিনের মধ্যে জেলা প্রশাসককে নোটিসের জবাব দিতে বলা হয়েছে। নোটিসে বলা হয়, পদাধিকার বলে জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির সভাপতি হচ্ছেন সিলেটের জেলা প্রশাসক। সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী সিলেটের যুগ্ম-জেলা জজ দ্বিতীয় আদালত একটি মামলা দায়ের করেন। স্বত্ত্ব মোকদ্দমা নম্বর ৭৯। আর্জিতে বলা হয়, জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির গঠনতন্ত্রের ১৩ নম্বর অনুচ্ছেদ মোতাবেক সমিতির সভাপতির নির্দিষ্ট দায়িত্ব বহির্ভূত কোনো কার্যক্রম দ্বারা সমিতির পরিচালনা, তহবিল কিংবা স্থাপর-অস্থাবর সম্পত্তির বিষয়ে সমিতির সভাপতি কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবেন না।
জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতি সিলেটের গঠনতন্ত্র লঙ্ঘন করে অ্যাডহক কমিটি গঠনের অভিযোগ উঠে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদের বিরুদ্ধে। সমিতির অ্যাকাউন্ট সভাপতির স্বাক্ষরে পরিচালিত হবে মর্মে ব্যাংকে চিঠি পাঠান বলেও অভিযোগ করেন সমিতির সাধারণ সম্পাদক।
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
সিলেট নগরীর ইসলামপুরস্থ জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির দায়িত্ব বহির্ভূত কার্যক্রম পরিচালনার অভিযোগে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন যুগ্ম-জেলা জজ দ্বিতীয় আদালত। গত ২৪ এপ্রিল সিলেটের যুগ্ম-জেলা জজ দ্বিতীয় আদালতের বিচারক এই আদেশ প্রদান করেন। আগামী ১৫ দিনের মধ্যে জেলা প্রশাসককে নোটিসের জবাব দিতে বলা হয়েছে। নোটিসে বলা হয়, পদাধিকার বলে জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির সভাপতি হচ্ছেন সিলেটের জেলা প্রশাসক। সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী সিলেটের যুগ্ম-জেলা জজ দ্বিতীয় আদালত একটি মামলা দায়ের করেন। স্বত্ত্ব মোকদ্দমা নম্বর ৭৯। আর্জিতে বলা হয়, জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির গঠনতন্ত্রের ১৩ নম্বর অনুচ্ছেদ মোতাবেক সমিতির সভাপতির নির্দিষ্ট দায়িত্ব বহির্ভূত কোনো কার্যক্রম দ্বারা সমিতির পরিচালনা, তহবিল কিংবা স্থাপর-অস্থাবর সম্পত্তির বিষয়ে সমিতির সভাপতি কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবেন না।
জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতি সিলেটের গঠনতন্ত্র লঙ্ঘন করে অ্যাডহক কমিটি গঠনের অভিযোগ উঠে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদের বিরুদ্ধে। সমিতির অ্যাকাউন্ট সভাপতির স্বাক্ষরে পরিচালিত হবে মর্মে ব্যাংকে চিঠি পাঠান বলেও অভিযোগ করেন সমিতির সাধারণ সম্পাদক।