এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে টাঙ্গাইলের ধনবাড়ীতে এক ভুয়া শিক্ষক কলেজ ছাত্র গ্রেপ্তার হয়েছেন। ঘটনাটি ঘটেছে, ধনবাড়ী পৌরসভার সাকিনা মেমোরিয়াল গালর্স হাইস্কুলে এসএসসি পরীক্ষার এক নম্বর হলে ধনবাড়ীর ভাইঘাট টেকনিক্যাল স্কুলের রাবেয়া জাহান নামের এক শিক্ষিকার পরিবর্তে হিমেল হোসেন নামের এক কলেজ ছাত্র পরীক্ষার হলে গার্ডের দায়িত্ব পালন কালে তিনি ধরা পড়েন।
সাকিনা মেমোরিয়াল গালর্স হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব গোলাম রব্বানী জানান, রাবেয়া জাহান নামের এক শিক্ষিকার পরিবর্তে হিমেল হোসেন নামের একজন কলেজ ছাত্র এসএসসি পরীক্ষার কারিগরি শাখার এক নম্বর হলে পরীক্ষার গার্ডের দায়িত্ব পালন করে। এমন সময় হল পরির্দশনে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাসান স্যারের সন্দেহ হলে পরে জিজ্ঞাসাবাদে তিনি ভুয়া শিক্ষক বলে মূল ঘটনা বেরিয়ে আসে জানিয়ে তিনি আর কোন মন্তব্য করেনি।
অভিযুক্ত শিক্ষিকা রাবেয়া জাহান সাংবাদিকদের জানান, আমি গত রোববার পরীক্ষার হলে যেতে পরব না, এ কথা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার নজরুল স্যার, পরীক্ষা কেন্দ্রের শামীম স্যার ও অফিস সহকারী নাজিম ভাই কে জানিয়েছিলাম গতকাল রাতেই। তাদের বলেই আমি আজ রোববার ওই কলেজ ছাত্র হিমেলকে পরীক্ষার হলে আমার পরিবর্তে প্রক্সি ডিউটি করার জন্য পাঠিয়েছিলাম। তাকে পুলিশ গ্রেপ্তার করেছে থানা হাজতে আছে। তবে, একাডেমিক সুপারভাইজার স্যারের সঙ্গে ফোনে কথা হচ্ছে তিনি চিন্তা করতে না করছেন বিষয়টি তিনি দেখবেনও বলে জানিয়েছেন।
এ বিষয়ে ধনবাড়ী উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি হেসে কোন মন্তব্য করবেন না বলে জানিয়ছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাবেয়া জাহান নামের এক শিক্ষিকার পরিবর্ততে হিমেল হোসেন নামের এক কলেজ ছাত্র পরীক্ষার হলে প্রক্সি গার্ড ডিউটি শুরু করেন। পরীক্ষা শুরু হওয়ার দুই ঘণ্টা পরে তিনি ধরা পড়েন। এ ঘটনায় অভিযুক্ত ভুয়া শিক্ষক এবং ওই শিক্ষিকার বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ সাংবাদিকদের জানান, ভুয়া শিক্ষক কলেজ ছাত্র হিমেলসহ রাবেয়া জাহান নামের যে শিক্ষিকা তাদের দুজনের বিরুদ্ধে কেন্দ্র সচিব বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ ভুয়া শিক্ষক কলেজ ছাত্রকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি জানার পরেই আমি ও এসিল্যান্ড ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে এঘটনায় যদি হলো সুপার বা কেন্দ্র সচিব এবং কী শিক্ষা অফিসের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে সেই সঙ্গে তাদেরও ওই মামলায় আসামি করা হবে।
গ্রেপ্তারকৃত ভুয়া শিক্ষক হিমেল হোসেন (২৩) পাশের মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের হাসিল পালবাড়ী গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। হিমেল মধুপুর সরকারি কলেজের বি এস এসর দ্বিতীয় বর্ষের ছাত্র।
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে টাঙ্গাইলের ধনবাড়ীতে এক ভুয়া শিক্ষক কলেজ ছাত্র গ্রেপ্তার হয়েছেন। ঘটনাটি ঘটেছে, ধনবাড়ী পৌরসভার সাকিনা মেমোরিয়াল গালর্স হাইস্কুলে এসএসসি পরীক্ষার এক নম্বর হলে ধনবাড়ীর ভাইঘাট টেকনিক্যাল স্কুলের রাবেয়া জাহান নামের এক শিক্ষিকার পরিবর্তে হিমেল হোসেন নামের এক কলেজ ছাত্র পরীক্ষার হলে গার্ডের দায়িত্ব পালন কালে তিনি ধরা পড়েন।
সাকিনা মেমোরিয়াল গালর্স হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব গোলাম রব্বানী জানান, রাবেয়া জাহান নামের এক শিক্ষিকার পরিবর্তে হিমেল হোসেন নামের একজন কলেজ ছাত্র এসএসসি পরীক্ষার কারিগরি শাখার এক নম্বর হলে পরীক্ষার গার্ডের দায়িত্ব পালন করে। এমন সময় হল পরির্দশনে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাসান স্যারের সন্দেহ হলে পরে জিজ্ঞাসাবাদে তিনি ভুয়া শিক্ষক বলে মূল ঘটনা বেরিয়ে আসে জানিয়ে তিনি আর কোন মন্তব্য করেনি।
অভিযুক্ত শিক্ষিকা রাবেয়া জাহান সাংবাদিকদের জানান, আমি গত রোববার পরীক্ষার হলে যেতে পরব না, এ কথা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার নজরুল স্যার, পরীক্ষা কেন্দ্রের শামীম স্যার ও অফিস সহকারী নাজিম ভাই কে জানিয়েছিলাম গতকাল রাতেই। তাদের বলেই আমি আজ রোববার ওই কলেজ ছাত্র হিমেলকে পরীক্ষার হলে আমার পরিবর্তে প্রক্সি ডিউটি করার জন্য পাঠিয়েছিলাম। তাকে পুলিশ গ্রেপ্তার করেছে থানা হাজতে আছে। তবে, একাডেমিক সুপারভাইজার স্যারের সঙ্গে ফোনে কথা হচ্ছে তিনি চিন্তা করতে না করছেন বিষয়টি তিনি দেখবেনও বলে জানিয়েছেন।
এ বিষয়ে ধনবাড়ী উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি হেসে কোন মন্তব্য করবেন না বলে জানিয়ছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাবেয়া জাহান নামের এক শিক্ষিকার পরিবর্ততে হিমেল হোসেন নামের এক কলেজ ছাত্র পরীক্ষার হলে প্রক্সি গার্ড ডিউটি শুরু করেন। পরীক্ষা শুরু হওয়ার দুই ঘণ্টা পরে তিনি ধরা পড়েন। এ ঘটনায় অভিযুক্ত ভুয়া শিক্ষক এবং ওই শিক্ষিকার বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ সাংবাদিকদের জানান, ভুয়া শিক্ষক কলেজ ছাত্র হিমেলসহ রাবেয়া জাহান নামের যে শিক্ষিকা তাদের দুজনের বিরুদ্ধে কেন্দ্র সচিব বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ ভুয়া শিক্ষক কলেজ ছাত্রকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি জানার পরেই আমি ও এসিল্যান্ড ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে এঘটনায় যদি হলো সুপার বা কেন্দ্র সচিব এবং কী শিক্ষা অফিসের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে সেই সঙ্গে তাদেরও ওই মামলায় আসামি করা হবে।
গ্রেপ্তারকৃত ভুয়া শিক্ষক হিমেল হোসেন (২৩) পাশের মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের হাসিল পালবাড়ী গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। হিমেল মধুপুর সরকারি কলেজের বি এস এসর দ্বিতীয় বর্ষের ছাত্র।