রংপুরের গঙ্গাচড়ায় যৌতুকবিহীন বিয়ে করায় ২০ নবদম্পতিকে উপহার দেওয়া হয়েছে। বুধবার বিকেলে গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গঙ্গাচড়া মানবকল্যাণ ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে এ সংবর্ধনা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। নবদম্পতির পরিবারগুলোকে উপহার হিসেবে দেওয়া হয় স্বর্ণালংকার, নগদ অর্থ, খাট, তোশক, বালিশ, কম্বল, আলমারিসহ সাংসারিক জীবনের প্রয়োজনীয় বিভিন্ন আসবাবপত্র। এর আগে গত ২১ এপ্রিল ঢাকায় একটি অভিজাত কমিউনিটি সেন্টারে জাকজমকভাবে বিয়ে দেওয়া হয়।
উপহারসামগ্রী পাওয়া কোলকোন্দ ইউনিয়নের ভাই ভাই মোড় এলাকার তৌহিদুল ইসলাম ও উম্মে কুলসুম ঐশী নবদম্পতি বলেন, আমরা দেখেছি যৌতুক নিয়ে পরিবারের অনেক ঝামেলা হয়। তাই আমাদের দুই পরিবাবের সিদ্ধান্তে আমরা যৌতুকবিহীন বিয়ে করেছি। আমাদের পরিবারের মাঝে কোন প্রকার যৌতুক লেনদেন হয়নি। স্থানীয় জামায়াতে ইসলামিকে ধন্যবাদ। আমাদের বিবাহত্তর সকল খরচ বহন করার জন্য।
গজঘণ্টা ইউনিয়নের নবদম্পতি নাহিদ হাসান ও শিরিনা আক্তার সীমা সাথে কথা হলে নাহিদ হাসান বলেন, আমাদেরকে ঢাকায় প্লেনে নিয়ে যেয়ে একটি অভিজাত হোটেলে বিয়ে অনুষ্ঠানে করা হয়। আজ আমাদের আসবাপত্র দেওয়া হলো। উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমির মাওলানা নায়েবুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নায়েবে আমির তাজ উদ্দিন, সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, জামায়াত নেতা অধ্যক্ষ রোকনমুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
রংপুরের গঙ্গাচড়ায় যৌতুকবিহীন বিয়ে করায় ২০ নবদম্পতিকে উপহার দেওয়া হয়েছে। বুধবার বিকেলে গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গঙ্গাচড়া মানবকল্যাণ ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে এ সংবর্ধনা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। নবদম্পতির পরিবারগুলোকে উপহার হিসেবে দেওয়া হয় স্বর্ণালংকার, নগদ অর্থ, খাট, তোশক, বালিশ, কম্বল, আলমারিসহ সাংসারিক জীবনের প্রয়োজনীয় বিভিন্ন আসবাবপত্র। এর আগে গত ২১ এপ্রিল ঢাকায় একটি অভিজাত কমিউনিটি সেন্টারে জাকজমকভাবে বিয়ে দেওয়া হয়।
উপহারসামগ্রী পাওয়া কোলকোন্দ ইউনিয়নের ভাই ভাই মোড় এলাকার তৌহিদুল ইসলাম ও উম্মে কুলসুম ঐশী নবদম্পতি বলেন, আমরা দেখেছি যৌতুক নিয়ে পরিবারের অনেক ঝামেলা হয়। তাই আমাদের দুই পরিবাবের সিদ্ধান্তে আমরা যৌতুকবিহীন বিয়ে করেছি। আমাদের পরিবারের মাঝে কোন প্রকার যৌতুক লেনদেন হয়নি। স্থানীয় জামায়াতে ইসলামিকে ধন্যবাদ। আমাদের বিবাহত্তর সকল খরচ বহন করার জন্য।
গজঘণ্টা ইউনিয়নের নবদম্পতি নাহিদ হাসান ও শিরিনা আক্তার সীমা সাথে কথা হলে নাহিদ হাসান বলেন, আমাদেরকে ঢাকায় প্লেনে নিয়ে যেয়ে একটি অভিজাত হোটেলে বিয়ে অনুষ্ঠানে করা হয়। আজ আমাদের আসবাপত্র দেওয়া হলো। উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমির মাওলানা নায়েবুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নায়েবে আমির তাজ উদ্দিন, সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, জামায়াত নেতা অধ্যক্ষ রোকনমুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।