রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও উজানচর ইউনিয়নের চরাঞ্চলের কৃষকদের মাঝে গামবুট বিতরণ করেছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার দুপুরে দৌলতদিয়া ইউনিয়নের চর হামিদ মৃধার হাট এলাকায় আয়োজিত অনুষ্ঠানে ১৫০ জন কৃষকের হাতে ১৫০ জোড়া গামবুট তুলে দেওয়া হয়।
সাম্প্রতিক সময়ে ওইসব এলাকায় রাসেলস ভাইপার সাপের উপস্থিতি ও কামড়ে আহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে কৃষকদের সুরক্ষা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান।
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও উজানচর ইউনিয়নের চরাঞ্চলের কৃষকদের মাঝে গামবুট বিতরণ করেছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার দুপুরে দৌলতদিয়া ইউনিয়নের চর হামিদ মৃধার হাট এলাকায় আয়োজিত অনুষ্ঠানে ১৫০ জন কৃষকের হাতে ১৫০ জোড়া গামবুট তুলে দেওয়া হয়।
সাম্প্রতিক সময়ে ওইসব এলাকায় রাসেলস ভাইপার সাপের উপস্থিতি ও কামড়ে আহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে কৃষকদের সুরক্ষা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান।