টাঙ্গাইলের সখীপুরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ইয়াবাসহ নার্গিস আক্তার (৪৫) নামে এক নারী ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাত নয়টায় উপজেলা যাদবপুর ইউনিয়নে নলুয়া নিজ বাড়ি থেকে ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও সেনাবাহিনীর সূত্রে জানা যায়, ওই নারী ইয়াবা ব্যবসায়ী দীর্ঘ দিন যাবৎ তার বাসার সামনে চা-বিস্কুটের দোকানের আড়ালে এ ব্যবসা করছেন। রোববার সকালে ঢাকা থেকে প্রায় ৩০০ পিস ইয়াবা বিক্রির উদ্দেশে ক্রয় করেন। বিষয়টি বাসাইল উপজেলায় অবস্থানরত সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সাকিব ২৪ ইবিকে জানালে সেনাবাহিনী এবং পুলিশসহ যৌথ অভিযান পরিচালনা করে মহিলাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে সখীপুর থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, যৌথ অভিযানে ওই নারী মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৯০ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ নগত ২৪ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
সোমবার, ১২ মে ২০২৫
টাঙ্গাইলের সখীপুরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ইয়াবাসহ নার্গিস আক্তার (৪৫) নামে এক নারী ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাত নয়টায় উপজেলা যাদবপুর ইউনিয়নে নলুয়া নিজ বাড়ি থেকে ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও সেনাবাহিনীর সূত্রে জানা যায়, ওই নারী ইয়াবা ব্যবসায়ী দীর্ঘ দিন যাবৎ তার বাসার সামনে চা-বিস্কুটের দোকানের আড়ালে এ ব্যবসা করছেন। রোববার সকালে ঢাকা থেকে প্রায় ৩০০ পিস ইয়াবা বিক্রির উদ্দেশে ক্রয় করেন। বিষয়টি বাসাইল উপজেলায় অবস্থানরত সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সাকিব ২৪ ইবিকে জানালে সেনাবাহিনী এবং পুলিশসহ যৌথ অভিযান পরিচালনা করে মহিলাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে সখীপুর থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, যৌথ অভিযানে ওই নারী মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৯০ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ নগত ২৪ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।