সুনামগঞ্জ জেলার ১২ উপজেলার উন্নয়ন ভাবনা ও সমস্যাসহ নানা বিষয় নিয়ে সুনামগঞ্জ জেলার গণমাধ্যম কর্মীদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সমর কুমার পালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ডিডি এলজি ও সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, সুনামগঞ্জ সদর উপজেলার ইউএনও অতীশ দর্শী চাকমাসহ সুনামগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
গত রোববার বিকেল ৫টায় সুনামগঞ্জ সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, সুনামগঞ্জ জেলার বোরো ফসল এবার বাম্পার ফলন হয়েছে। কৃষকগণ তাদের উৎপাদিত ধান কটা সম্পন্ন করেন ভালোভাবেই।
জেলার গণমাধ্যম কর্মীরা, আগাম বন্যা ও জলাবদ্ধতা থেকে রেহাই পেতে সুনামগঞ্জ জেলার অভ্যন্তরীণ নদী, হাওর ও খাল খনন জরুরি বলে মতামত জানান। সুনামগঞ্জ থেকে ভৈরব পর্যন্ত ক্যাপিটাল ড্রেজিং এর আওতায় আনার দাবি জানান। এ ছাড়া সুনামগঞ্জ জেলার স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, ব্যবস্থা নিয়ে নানান পরামর্শ দেন। শহর থেকে চাপ কমাতে একটি বিকল্প সড়ক নির্মাণের প্রস্তাবও আসে।
জেলা প্রশাসক বলেন, শহরে প্রাথমিক শিক্ষার উন্নয়নে পৌর প্রাথমিক বিদ্যালয়গুলোর দায়িত্ব নিয়েছে পৌরসভা ও প্রশাসন। বড়পাড়া ও জলিলপুর অবহেলিত দুটি এলাকার একটি জায়গায় উচ্চ বিদ্যালয় করার পরিকল্পনা করা হচ্ছে। শহরের তরুণদের খেলার জন্য ইনডোর, সুইমিং ক্লাব, মহিলাদের খেলা ও সাঁতার শেখার জন্য জন্য আলাদা ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করার উদ্যোগ নিচ্ছে জেলা প্রশাসন। এ ছাড়া শহরের দূরপাল্লার বাসগুলোর জন্য নতুন বাসস্ট্যান্ডের দ্রুত কাজ শুরু করার আশ্বাসও দেন।
সোমবার, ১২ মে ২০২৫
সুনামগঞ্জ জেলার ১২ উপজেলার উন্নয়ন ভাবনা ও সমস্যাসহ নানা বিষয় নিয়ে সুনামগঞ্জ জেলার গণমাধ্যম কর্মীদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সমর কুমার পালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ডিডি এলজি ও সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, সুনামগঞ্জ সদর উপজেলার ইউএনও অতীশ দর্শী চাকমাসহ সুনামগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
গত রোববার বিকেল ৫টায় সুনামগঞ্জ সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, সুনামগঞ্জ জেলার বোরো ফসল এবার বাম্পার ফলন হয়েছে। কৃষকগণ তাদের উৎপাদিত ধান কটা সম্পন্ন করেন ভালোভাবেই।
জেলার গণমাধ্যম কর্মীরা, আগাম বন্যা ও জলাবদ্ধতা থেকে রেহাই পেতে সুনামগঞ্জ জেলার অভ্যন্তরীণ নদী, হাওর ও খাল খনন জরুরি বলে মতামত জানান। সুনামগঞ্জ থেকে ভৈরব পর্যন্ত ক্যাপিটাল ড্রেজিং এর আওতায় আনার দাবি জানান। এ ছাড়া সুনামগঞ্জ জেলার স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, ব্যবস্থা নিয়ে নানান পরামর্শ দেন। শহর থেকে চাপ কমাতে একটি বিকল্প সড়ক নির্মাণের প্রস্তাবও আসে।
জেলা প্রশাসক বলেন, শহরে প্রাথমিক শিক্ষার উন্নয়নে পৌর প্রাথমিক বিদ্যালয়গুলোর দায়িত্ব নিয়েছে পৌরসভা ও প্রশাসন। বড়পাড়া ও জলিলপুর অবহেলিত দুটি এলাকার একটি জায়গায় উচ্চ বিদ্যালয় করার পরিকল্পনা করা হচ্ছে। শহরের তরুণদের খেলার জন্য ইনডোর, সুইমিং ক্লাব, মহিলাদের খেলা ও সাঁতার শেখার জন্য জন্য আলাদা ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করার উদ্যোগ নিচ্ছে জেলা প্রশাসন। এ ছাড়া শহরের দূরপাল্লার বাসগুলোর জন্য নতুন বাসস্ট্যান্ডের দ্রুত কাজ শুরু করার আশ্বাসও দেন।