মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ইটের সলিং করা সড়কের বেহাল দশায় ভোগান্তি চরমে পৌঁছেছে। আড়িয়ল ইউনিয়নের সিংহেরনন্দন সড়কটি সংস্কারের অভাবে মরণফাঁদে পরিণত হয়েছে। সরজমিনে গিয়ে দেখা যায়, সিংহেরনন্দন প্রধান সড়ক হইতে সংযুক্ত সড়ক বজলু খানের বাড়ি হতে সিংহেরনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে সিদ্দিক মোল্লার বাড়ি পর্যন্ত আনুমানিক দেড় কিলেমিটার সড়কটির ইটের সলিং বিভিন্ন স্থানে ধসে পড়েছে।
এলাকাবাসীর উদ্যোগে স্বেচ্ছাশ্রমে সড়কটি বহুবার সংস্কার করা হলেও এখন পর্যন্ত কোনো আরসিসি ঢালাই ও কার্পেটিং হয়নি। প্রতিদিন এ সড়কটি দিয়ে টঙ্গীবাড়ী-আড়িয়ল বাজারসহ বিভিন্ন জায়গার যাতায়াত করে অর্ধলাখ মানুষ। সড়কটি দিয়ে এলাকার শিক্ষার্থীরা নিয়মিত যাতায়াত করে।
স্থানীয় বাসিন্দারা জানান, নির্বাচনের আগে বহু মেম্বার-চেয়ারম্যান সড়কটি সংস্কার করার কথা বলেও তেমন কোনো সংস্কার করেনি। সড়কটির অর্ধেক পরিমাণ ইটের সলিং হলেও বাকি অর্ধেক কাচা। সামান্য বৃষ্টি হলেই সড়কটি মরণফাঁদে পরিণত হয়। সড়কের বেহাল দশার ফলে অসুস্থ রোগী নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যাওয়ার পথে ভোগান্তিতে পড়তে হয়। আড়িয়ল ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মিরাজ মাদবর মুঠো ফোনে বলেন, সড়কটি সংস্কারের জন্য বরাদ্দ চেয়েছি আইডি যুক্ত হলে দ্রুতই সংস্কার করা হবে। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, এই সরকটির সরকারি নিবন্ধন না থাকায় সংস্কারের জন্য বরাদ্দ চাওয়া যায়নি, নিবন্ধনের জন্য প্রক্রিয়াধিন। নিবন্ধন পেলে সড়কটির সংস্কার কাজের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হবে।
সোমবার, ১২ মে ২০২৫
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ইটের সলিং করা সড়কের বেহাল দশায় ভোগান্তি চরমে পৌঁছেছে। আড়িয়ল ইউনিয়নের সিংহেরনন্দন সড়কটি সংস্কারের অভাবে মরণফাঁদে পরিণত হয়েছে। সরজমিনে গিয়ে দেখা যায়, সিংহেরনন্দন প্রধান সড়ক হইতে সংযুক্ত সড়ক বজলু খানের বাড়ি হতে সিংহেরনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে সিদ্দিক মোল্লার বাড়ি পর্যন্ত আনুমানিক দেড় কিলেমিটার সড়কটির ইটের সলিং বিভিন্ন স্থানে ধসে পড়েছে।
এলাকাবাসীর উদ্যোগে স্বেচ্ছাশ্রমে সড়কটি বহুবার সংস্কার করা হলেও এখন পর্যন্ত কোনো আরসিসি ঢালাই ও কার্পেটিং হয়নি। প্রতিদিন এ সড়কটি দিয়ে টঙ্গীবাড়ী-আড়িয়ল বাজারসহ বিভিন্ন জায়গার যাতায়াত করে অর্ধলাখ মানুষ। সড়কটি দিয়ে এলাকার শিক্ষার্থীরা নিয়মিত যাতায়াত করে।
স্থানীয় বাসিন্দারা জানান, নির্বাচনের আগে বহু মেম্বার-চেয়ারম্যান সড়কটি সংস্কার করার কথা বলেও তেমন কোনো সংস্কার করেনি। সড়কটির অর্ধেক পরিমাণ ইটের সলিং হলেও বাকি অর্ধেক কাচা। সামান্য বৃষ্টি হলেই সড়কটি মরণফাঁদে পরিণত হয়। সড়কের বেহাল দশার ফলে অসুস্থ রোগী নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যাওয়ার পথে ভোগান্তিতে পড়তে হয়। আড়িয়ল ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মিরাজ মাদবর মুঠো ফোনে বলেন, সড়কটি সংস্কারের জন্য বরাদ্দ চেয়েছি আইডি যুক্ত হলে দ্রুতই সংস্কার করা হবে। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, এই সরকটির সরকারি নিবন্ধন না থাকায় সংস্কারের জন্য বরাদ্দ চাওয়া যায়নি, নিবন্ধনের জন্য প্রক্রিয়াধিন। নিবন্ধন পেলে সড়কটির সংস্কার কাজের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হবে।