সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে গরু বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। তালিকায় নাম থাকা সত্ত্বেও গরু পাননি ভুক্তভোগী সবিতা রানী ও ক্ষিতীশ তির্কী। কে বা কারা তাদের নামে বরাদ্দ পাওয়া অনুদানের গরু তুলে নিয়েছে তা এখনো স্পষ্ট নয়। অভিযোগ করেও তারা প্রতিকার পাচ্ছেন না উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল থেকে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম বলেন, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ আমাদের সুফলভোগীদের তালিকা দিয়েছেন। আমরা সে অনুযায়ী গরু বিতরণ করেছি।
সোমবার, ১২ মে ২০২৫
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে গরু বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। তালিকায় নাম থাকা সত্ত্বেও গরু পাননি ভুক্তভোগী সবিতা রানী ও ক্ষিতীশ তির্কী। কে বা কারা তাদের নামে বরাদ্দ পাওয়া অনুদানের গরু তুলে নিয়েছে তা এখনো স্পষ্ট নয়। অভিযোগ করেও তারা প্রতিকার পাচ্ছেন না উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল থেকে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম বলেন, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ আমাদের সুফলভোগীদের তালিকা দিয়েছেন। আমরা সে অনুযায়ী গরু বিতরণ করেছি।