ঝিকরগাছা (যশোর) : উপজেলার আশিংড়ী গ্রামে সরকারি রাস্তার পাশের ৭টি মেহগনি গাছ কেটে ফেলে রাখা হয়েছে পাশের জমিতে -সংবাদ
যশোরের ঝিকরগাছার আশিংড়ী গ্রামে সরকারি রাস্তার পাশ থেকে লক্ষাধিক টাকার গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে জয়নুর ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। গত শনিবার সকালে ৭টি মেহগনি গাছ কেটে পাশের জমিতে ফেলে রাখা হয়েছে। জয়নুর ইসলাম আশিংড়ী গ্রামের আব্দুস সামাদের ছেলে।
সরেজমিনে গিয়ে জানা যায়, আশিংড়ী গ্রামে সরকারি রাস্তার গাছ জমির মালিক (জয়নুর ইসলাম) নিজের হাতে রোপণ করা করেছে বলে অবাধে গাছ কাটছেন। স্থানীয়রা বাঁধা দিলেও তাদের এই বাঁধায় কোনো কর্ণপাত না করে এরই মধ্যে ৭টি গাছ কেটে ফেলেছেন জয়নুর। জয়নুর ইসলাম দাবি করে বলেন, এই গাছগুলো আমি আমার জমিতে রোপণ করেছিলাম, এখন বলছে এই গাছ সরকারের, এই রাস্তা সরকারি। আমি এটা মানি না। রাস্তা আমাদের জমির ওপর দিয়ে গেছে, গাছগুলোও আমার লাগানো। তাই আমি কাটছি, যে যা পারে করুক। আমরা না দিলে রাস্তাও হবে না। বলে তিনি স্থানীয় বিএনপি নেতাদেরকে ডেকে নিয়ে এলে বিএনপি নেতা নুর মোহাম্মদ ও তার সাথে থাকা নেতারা বলেন, আপনারা কারা? কেনো এসেছেন? প্রশাসন আসুক, আপনারা যা করতে পারেন করেন। ওটা আমরা দেখবো। বলে সাংবাদিকদেরকে হুমকিও দেন তারা।
এই বিষয়ে জানতে চাইলে শিওরদাহ ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক বলেন, সরকারি রাস্তার পাশ তেকে গাছ কাটার বিষয়ে আমরা এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি।
ঝিকরগাছা (যশোর) : উপজেলার আশিংড়ী গ্রামে সরকারি রাস্তার পাশের ৭টি মেহগনি গাছ কেটে ফেলে রাখা হয়েছে পাশের জমিতে -সংবাদ
সোমবার, ১২ মে ২০২৫
যশোরের ঝিকরগাছার আশিংড়ী গ্রামে সরকারি রাস্তার পাশ থেকে লক্ষাধিক টাকার গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে জয়নুর ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। গত শনিবার সকালে ৭টি মেহগনি গাছ কেটে পাশের জমিতে ফেলে রাখা হয়েছে। জয়নুর ইসলাম আশিংড়ী গ্রামের আব্দুস সামাদের ছেলে।
সরেজমিনে গিয়ে জানা যায়, আশিংড়ী গ্রামে সরকারি রাস্তার গাছ জমির মালিক (জয়নুর ইসলাম) নিজের হাতে রোপণ করা করেছে বলে অবাধে গাছ কাটছেন। স্থানীয়রা বাঁধা দিলেও তাদের এই বাঁধায় কোনো কর্ণপাত না করে এরই মধ্যে ৭টি গাছ কেটে ফেলেছেন জয়নুর। জয়নুর ইসলাম দাবি করে বলেন, এই গাছগুলো আমি আমার জমিতে রোপণ করেছিলাম, এখন বলছে এই গাছ সরকারের, এই রাস্তা সরকারি। আমি এটা মানি না। রাস্তা আমাদের জমির ওপর দিয়ে গেছে, গাছগুলোও আমার লাগানো। তাই আমি কাটছি, যে যা পারে করুক। আমরা না দিলে রাস্তাও হবে না। বলে তিনি স্থানীয় বিএনপি নেতাদেরকে ডেকে নিয়ে এলে বিএনপি নেতা নুর মোহাম্মদ ও তার সাথে থাকা নেতারা বলেন, আপনারা কারা? কেনো এসেছেন? প্রশাসন আসুক, আপনারা যা করতে পারেন করেন। ওটা আমরা দেখবো। বলে সাংবাদিকদেরকে হুমকিও দেন তারা।
এই বিষয়ে জানতে চাইলে শিওরদাহ ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক বলেন, সরকারি রাস্তার পাশ তেকে গাছ কাটার বিষয়ে আমরা এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি।