বাগেরহাটের ফকিরহাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক গ্যারেজ শ্রমিক নিহত হয়েছেন। অপরদিকে, যশোরের বেনাপোলে সড়ক দুর্ঘটনায় অপর এক গ্যারেজ শ্রমিকের মৃত্যু হয়েছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. মুন্না ফকির (১৯) নামে এক গ্যারেজ শ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার সকাল সাড়ে ১১টায় উপজেলার আট্টাকী মেগনিশতলা এলাকায় খুলনা-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. মুন্না ফকির উপজলোর পাগলা উত্তরপাড়া এলাকার নওয়াব আলী ফকিবরের ছেলে। মোল্লাহাট হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জামান বলেন, মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল (যশোর) : যশোরের বেনাপোলে সড়ক দুর্ঘটনায় ইসমাইল হোসেন (১৭) নামে এক গ্যারেজ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় বেনাপোল ফায়ার সার্ভিস অফিসের সামনে যশোর-বেনাপোল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের মোমিন উদ্দিনের ছেলে। বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ বায়জিদ বোস্তামি বলেন, বেনাপোল থেকে যশোরগামী একটি ধান বোঝাই ট্রাক্টরের সাথে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাইসাইকেল আরোহী ইসমাইল হোসেন ছিটকে সড়কের ওপরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে, সেখানে কর্তব্যরত চিকিৎসক নিজাম উদ্দিন ইসমাইল হোসেনকে মৃত ঘোষণা করেন। বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাসেল মিয়া বলেন, এই ঘটনায় ঘাতক ধান বোঝাই ট্রাক্টরটিকে আটক করা হয়েছে।
সোমবার, ১২ মে ২০২৫
বাগেরহাটের ফকিরহাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক গ্যারেজ শ্রমিক নিহত হয়েছেন। অপরদিকে, যশোরের বেনাপোলে সড়ক দুর্ঘটনায় অপর এক গ্যারেজ শ্রমিকের মৃত্যু হয়েছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. মুন্না ফকির (১৯) নামে এক গ্যারেজ শ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার সকাল সাড়ে ১১টায় উপজেলার আট্টাকী মেগনিশতলা এলাকায় খুলনা-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. মুন্না ফকির উপজলোর পাগলা উত্তরপাড়া এলাকার নওয়াব আলী ফকিবরের ছেলে। মোল্লাহাট হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জামান বলেন, মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল (যশোর) : যশোরের বেনাপোলে সড়ক দুর্ঘটনায় ইসমাইল হোসেন (১৭) নামে এক গ্যারেজ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় বেনাপোল ফায়ার সার্ভিস অফিসের সামনে যশোর-বেনাপোল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের মোমিন উদ্দিনের ছেলে। বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ বায়জিদ বোস্তামি বলেন, বেনাপোল থেকে যশোরগামী একটি ধান বোঝাই ট্রাক্টরের সাথে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাইসাইকেল আরোহী ইসমাইল হোসেন ছিটকে সড়কের ওপরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে, সেখানে কর্তব্যরত চিকিৎসক নিজাম উদ্দিন ইসমাইল হোসেনকে মৃত ঘোষণা করেন। বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাসেল মিয়া বলেন, এই ঘটনায় ঘাতক ধান বোঝাই ট্রাক্টরটিকে আটক করা হয়েছে।