কক্সবাজারের টেকনাফের নাফনদে নৌকা নিয়ে বড়শিতে মাছ ধরতে যাওয়া দুই জেলেকে গুলি করেছে আরাকান আর্মি। সোমবার দুপুরে টেকনাফ পৌরসভার জালিয়া পাড়া সংলগ্ন নাফনদে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার বাসিন্দা মোহাম্মদ হোসেন ও হেদায়েত উল্লাহ।
সাবরাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুস সালাম বলেন, সোমবার দুপুরে ছোট নৌকায় করে স্থানীয় দুই জন জেলে নাফ নদে মাছ ধরতে যায়। এসময় সীমান্তের ওপার থেকে জেলেদের লক্ষ্য করে গুলি ছোড়ে আরাকান আর্মি। এতে নৌকায় থাকা দুই জেলে গুলিবিদ্ধ হন। পরে নাফ নদের অন্য জেলেদের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। তারা চিকিৎসাধীন রয়েছেন।
গুলিবিদ্ধ জেলে হেদায়েত উল্লাহর ভাই রহিম উল্লাহ বলেন, আরাকান আর্মির ছোঁড়া গুলি আমার ভাইয়ের হাতের বাহুতে লেগেছে। আরেকটি গুলি তার সাথে থাকা জেলে মোঃ হোসেনের পায়ে লাগে। দুই জনই চিকিৎসাধীন অবস্থায় আছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, নাফ নদে আরাকান আর্মির গুলিতে দুই জেলে গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি জেনেছি। এ বিষয়ে আরো খোঁজ নেয়া হচ্ছে।
এদিকে একই দিন বিকালে হ্নীলা এলাকা সংলগ্ন নাফ নদে মাছ ধরার সময় তিন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। তবে তাদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সোমবার, ১২ মে ২০২৫
কক্সবাজারের টেকনাফের নাফনদে নৌকা নিয়ে বড়শিতে মাছ ধরতে যাওয়া দুই জেলেকে গুলি করেছে আরাকান আর্মি। সোমবার দুপুরে টেকনাফ পৌরসভার জালিয়া পাড়া সংলগ্ন নাফনদে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার বাসিন্দা মোহাম্মদ হোসেন ও হেদায়েত উল্লাহ।
সাবরাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুস সালাম বলেন, সোমবার দুপুরে ছোট নৌকায় করে স্থানীয় দুই জন জেলে নাফ নদে মাছ ধরতে যায়। এসময় সীমান্তের ওপার থেকে জেলেদের লক্ষ্য করে গুলি ছোড়ে আরাকান আর্মি। এতে নৌকায় থাকা দুই জেলে গুলিবিদ্ধ হন। পরে নাফ নদের অন্য জেলেদের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। তারা চিকিৎসাধীন রয়েছেন।
গুলিবিদ্ধ জেলে হেদায়েত উল্লাহর ভাই রহিম উল্লাহ বলেন, আরাকান আর্মির ছোঁড়া গুলি আমার ভাইয়ের হাতের বাহুতে লেগেছে। আরেকটি গুলি তার সাথে থাকা জেলে মোঃ হোসেনের পায়ে লাগে। দুই জনই চিকিৎসাধীন অবস্থায় আছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, নাফ নদে আরাকান আর্মির গুলিতে দুই জেলে গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি জেনেছি। এ বিষয়ে আরো খোঁজ নেয়া হচ্ছে।
এদিকে একই দিন বিকালে হ্নীলা এলাকা সংলগ্ন নাফ নদে মাছ ধরার সময় তিন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। তবে তাদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।