বগুড়ার শিবগঞ্জে বাড়ির পাশের এক শতক জায়গা নিয়ে বিরোধের জের ধরে মাসুদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত রোববার দুপুরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে মারধরের ঘটনা ঘটলে গুরুতর আহত অবস্থায় মাসুস, তার মা মনোয়ারা বেগম, বোন শেফালী এবং চাচাতো ভাই শহীদুলকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার দিবাগত রাত আড়াইটায় মৃত্যু হয় মাসুদের। নিহত মাসুদ মির্জাপুর গ্রামের মৃত হোসেনের ছেলে। এই ঘটনায় বিক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্ত ইয়াকুব এবং মতিয়ারের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছেন। শিবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, ঘটনাটি শোনার পর থেকেই আমি এবং শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামানসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছি। ঘটনার সাথে জড়িতদেরকে সনাক্ত করার চেষ্টা চলছে। এলাকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
বগুড়ার শিবগঞ্জে বাড়ির পাশের এক শতক জায়গা নিয়ে বিরোধের জের ধরে মাসুদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত রোববার দুপুরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে মারধরের ঘটনা ঘটলে গুরুতর আহত অবস্থায় মাসুস, তার মা মনোয়ারা বেগম, বোন শেফালী এবং চাচাতো ভাই শহীদুলকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার দিবাগত রাত আড়াইটায় মৃত্যু হয় মাসুদের। নিহত মাসুদ মির্জাপুর গ্রামের মৃত হোসেনের ছেলে। এই ঘটনায় বিক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্ত ইয়াকুব এবং মতিয়ারের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছেন। শিবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, ঘটনাটি শোনার পর থেকেই আমি এবং শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামানসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছি। ঘটনার সাথে জড়িতদেরকে সনাক্ত করার চেষ্টা চলছে। এলাকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।