গাজীপুরের কালীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫টি মামলায় ৫ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার রাতে যৌথভাবে এ দণ্ডাদেশ প্রদান করেন কালীগঞ্জ উপজেলা কালীগঞ্জ নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি।
সাজাপ্রাপ্তরা হলো গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া গ্রামের মো. ছলিমুল্লাহর ছেলে মো. তাওহিদ (৩৫), একই উপজেলার বক্তারপুর ইউনিয়নের খৈকড়া গ্রামের মো. মনির হোসেনের ছেলে নিলয় হোসেন (২২), উপজেলার জামালপুর ইউনিয়নের চক জামালপুর গ্রামের বাসিন্দা রাজু (৩৯) ও মো. সুমন মিয়া (২৯) এবং জামালপুরের ইসলামপুর উপজেলার বলিয়াদহ গ্রামের মো. হেলাল উদ্দিনের ছেলে মো. রতন (২৮)।
শুক্রবার, ২০ জুন ২০২৫
গাজীপুরের কালীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫টি মামলায় ৫ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার রাতে যৌথভাবে এ দণ্ডাদেশ প্রদান করেন কালীগঞ্জ উপজেলা কালীগঞ্জ নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি।
সাজাপ্রাপ্তরা হলো গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া গ্রামের মো. ছলিমুল্লাহর ছেলে মো. তাওহিদ (৩৫), একই উপজেলার বক্তারপুর ইউনিয়নের খৈকড়া গ্রামের মো. মনির হোসেনের ছেলে নিলয় হোসেন (২২), উপজেলার জামালপুর ইউনিয়নের চক জামালপুর গ্রামের বাসিন্দা রাজু (৩৯) ও মো. সুমন মিয়া (২৯) এবং জামালপুরের ইসলামপুর উপজেলার বলিয়াদহ গ্রামের মো. হেলাল উদ্দিনের ছেলে মো. রতন (২৮)।