জামালপুরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অপরাধে বছির উদ্দিন নামে একজনের যাবজ্জীবন কারাদন্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে আদালত। বৃহস্পতিবার (০৩ জুলাই) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত আসামী বছির উদ্দিন বকশীগঞ্জ উপজেলার নতুন টুপকারচর এলাকার আবুল হোসেনের ছেলে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফজলুল হক জানায়, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নতুন টুপকারচর গ্রামের বছির উদ্দিন একই এলাকার ওই কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। এই সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে অভিযুক্ত বছির উদ্দিন। গত ২০১৫ সালের ১০ জুন দুপুরে জামালপুরের
বকশীগঞ্জ উপজেলার টুপকারচর গ্রামে ওই কিশোরীর বাড়িতে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে বছির উদ্দিন। ঘটনার পর নির্যাতনের শিকার ওই কিশোরী অন্তসত্বা হয়ে পড়ে, এরপর বিয়ের জন্য প্রস্তাব দিলে অভিযুক্ত বছির উদ্দিন তাতে অস্বীকৃতি জানায়। পরে ওই বছরের ২৫ জুন বকশীগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন ভুক্তভোগী কিশোরী। বিচারিক প্রক্রিয়ায় মামলায় ৮ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন ও আসামীপক্ষের জেরা শেষে আজ এই রায় দেন বিচারক। রায়ে আসামী বছির উদ্দিনকে যাবজ্জীবন ও এক লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এই অর্থ বাদীকে প্রদানের নির্দেশ দিয়েছে আদালত। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফজলুল হক ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোবারক হোসেন।
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
জামালপুরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অপরাধে বছির উদ্দিন নামে একজনের যাবজ্জীবন কারাদন্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে আদালত। বৃহস্পতিবার (০৩ জুলাই) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত আসামী বছির উদ্দিন বকশীগঞ্জ উপজেলার নতুন টুপকারচর এলাকার আবুল হোসেনের ছেলে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফজলুল হক জানায়, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নতুন টুপকারচর গ্রামের বছির উদ্দিন একই এলাকার ওই কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। এই সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে অভিযুক্ত বছির উদ্দিন। গত ২০১৫ সালের ১০ জুন দুপুরে জামালপুরের
বকশীগঞ্জ উপজেলার টুপকারচর গ্রামে ওই কিশোরীর বাড়িতে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে বছির উদ্দিন। ঘটনার পর নির্যাতনের শিকার ওই কিশোরী অন্তসত্বা হয়ে পড়ে, এরপর বিয়ের জন্য প্রস্তাব দিলে অভিযুক্ত বছির উদ্দিন তাতে অস্বীকৃতি জানায়। পরে ওই বছরের ২৫ জুন বকশীগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন ভুক্তভোগী কিশোরী। বিচারিক প্রক্রিয়ায় মামলায় ৮ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন ও আসামীপক্ষের জেরা শেষে আজ এই রায় দেন বিচারক। রায়ে আসামী বছির উদ্দিনকে যাবজ্জীবন ও এক লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এই অর্থ বাদীকে প্রদানের নির্দেশ দিয়েছে আদালত। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফজলুল হক ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোবারক হোসেন।