নওগাঁর আত্রাইয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে মা-মেয়েসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় এক কেজি গাঁজা ও ২৫লিটার বাংলা মদ উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধায় এই অভিযান পরিচালনা করা হয়। এঘটনায় আত্রাই থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
নওগাঁ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মোস্তাফিজ হাসান জানান,মাদক ক্রয় বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের বিপ্রো-বোয়ালিয়া এলাকায় একটি আম বাগানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক বিক্রির সময় সিদ্দিকুর রহমান (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে এক কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতার সিদ্দিকুর রহমান নাটোরের সিংড়া উপজেলার বড়বাড়ইহাটি গ্রামের মৃত সমশের আলীর ছেলে। তার বিরুদ্ধে এদিন সন্ধায় আত্রাই থানায় মামলা দায়ের করা হয়েছে।
অপর দিকে আত্রাই থানার ইন্সপেক্টর (তদন্ত) কাওছার আলম জানান,বুধবার সন্ধায় নওগাঁর মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর থেকে আত্রাই উপজেলার বান্দাইঘাড়া গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় বান্দাইঘাড়া গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী রেখা বিবি (৫৮) ও মেয়ে হাফিজা বিবিকে (৪২) গ্রেপ্তার করে । গ্রেফতাকালে মোট ২৫লিটার বাংলা মদ উদ্ধার করে। এঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
নওগাঁর আত্রাইয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে মা-মেয়েসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় এক কেজি গাঁজা ও ২৫লিটার বাংলা মদ উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধায় এই অভিযান পরিচালনা করা হয়। এঘটনায় আত্রাই থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
নওগাঁ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মোস্তাফিজ হাসান জানান,মাদক ক্রয় বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের বিপ্রো-বোয়ালিয়া এলাকায় একটি আম বাগানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক বিক্রির সময় সিদ্দিকুর রহমান (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে এক কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতার সিদ্দিকুর রহমান নাটোরের সিংড়া উপজেলার বড়বাড়ইহাটি গ্রামের মৃত সমশের আলীর ছেলে। তার বিরুদ্ধে এদিন সন্ধায় আত্রাই থানায় মামলা দায়ের করা হয়েছে।
অপর দিকে আত্রাই থানার ইন্সপেক্টর (তদন্ত) কাওছার আলম জানান,বুধবার সন্ধায় নওগাঁর মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর থেকে আত্রাই উপজেলার বান্দাইঘাড়া গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় বান্দাইঘাড়া গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী রেখা বিবি (৫৮) ও মেয়ে হাফিজা বিবিকে (৪২) গ্রেপ্তার করে । গ্রেফতাকালে মোট ২৫লিটার বাংলা মদ উদ্ধার করে। এঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।