মানিকগঞ্জের ঘিওর উপজেলার মোহাম্মদ আলী সড়কের বুধবার রাত ১০টার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সংঘটিত হয়েছে। বাজারের ব্যবসায়ীদের ১১টি কাপরের ও ২স্বর্ণের দোকান মুহূর্তের মধ্যে পুরে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ২ কোটি টাকা বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
বুধবার ঘিওরে সাপ্তাহিক হাট বসে। সারাদিন ব্যবসায়ীরা বেচাকেনা করে রাতে বাড়িতে চলে যায়। এক পর্যায়ে রাত ১০টার দিকে তাদের দোকানগুলোতে আগুন ধরে যায়। তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে। পরে ঘিওর ও দৌলতপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘণ্টাব্যাপি অভিযান চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
মানিকগঞ্জের ঘিওর উপজেলার মোহাম্মদ আলী সড়কের বুধবার রাত ১০টার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সংঘটিত হয়েছে। বাজারের ব্যবসায়ীদের ১১টি কাপরের ও ২স্বর্ণের দোকান মুহূর্তের মধ্যে পুরে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ২ কোটি টাকা বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
বুধবার ঘিওরে সাপ্তাহিক হাট বসে। সারাদিন ব্যবসায়ীরা বেচাকেনা করে রাতে বাড়িতে চলে যায়। এক পর্যায়ে রাত ১০টার দিকে তাদের দোকানগুলোতে আগুন ধরে যায়। তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে। পরে ঘিওর ও দৌলতপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘণ্টাব্যাপি অভিযান চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।