কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪ যাত্রী। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চিরিংগা হাইওয়ে পুলিশের আইসি মোহাম্মদ আরিফুল আমিন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে একটি পুকুরে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার অভিযানে অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস, স্থানীয় থানা পুলিশ এবং আশপাশের লোকজন। তাদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
নিহত ও আহত ব্যক্তিরা কক্সবাজারের বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪ যাত্রী। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চিরিংগা হাইওয়ে পুলিশের আইসি মোহাম্মদ আরিফুল আমিন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে একটি পুকুরে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার অভিযানে অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস, স্থানীয় থানা পুলিশ এবং আশপাশের লোকজন। তাদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
নিহত ও আহত ব্যক্তিরা কক্সবাজারের বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।