বেনাপোল (যশোর) : বাংলাদেশি পাসপোর্টসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক ভারতীয় ট্রাকচালক -সংবাদ
ভারত থেকে ট্রাক ড্রাইভারের মাধ্যেমে আসা ২০টি বাংলাদেশি পাসপোর্ট জব্দ করেছে স্থল বন্দর বেনাপোলের নিরাপত্তা কর্মীরা।
বৃহস্পতিবার রাত ১১টার সময় ভারত থেকে ডাব্লিউ বি-২৫ এফ ৪৩১০ নং ট্রাকটি বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালে প্রবেশ করলে চালক বোচারাম প্রামাণিকের ব্যাগ তল্লাশি করে ২০টি বাংলাদেশি পাসপোর্ট পাওয়া যায় যার প্রত্যেকটি পাসপোর্টে সাইবেরিয়ার ভিসা লাগানো রয়েছে।
ভারতীয় ট্রাক চালক বোচারাম প্রামাণিক ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁও থানার কালোপুর বেলের মাঠ গ্রামের গোষ্ঠ প্রামাণিকের ছেলে।
বেনাপোল স্থল বন্দরের নিরাপত্তায় আনসার কমান্ডার হেলাল উদ্দিন জানান, তাদের কাছে খবর আসে ভারত থেকে একটি ট্রাকে চালকের মাধ্যেমে কিছু বাংলাদেশি পাসপোর্ট আসবে। সেই মোতাবেক আমরা প্রতিটি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করা ভারতিয় ট্রাক তল্লাশি করলে ডাব্লিউ বি-২৫ এফ ৪৩১০ নং ট্রাকের চালক বোচারামের ব্যাগে পাওয়া যায় যার প্রতিটি ব্যাগে সাইবেরিয়ার ভিসা লাগানো রয়েছে। বিষয়টি বন্দর পরিচালককে সঙ্গে সঙ্গে অবগতি করা হয়েছে। অবৈধ পথে বেনাপোল বন্দর দিয়ে পাসপোর্ট নিয়ে ট্রাক চালকের মাধ্যেমে আসার অপরাধে মামলার প্রক্রিয়া চলছে।
বেনাপোল (যশোর) : বাংলাদেশি পাসপোর্টসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক ভারতীয় ট্রাকচালক -সংবাদ
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
ভারত থেকে ট্রাক ড্রাইভারের মাধ্যেমে আসা ২০টি বাংলাদেশি পাসপোর্ট জব্দ করেছে স্থল বন্দর বেনাপোলের নিরাপত্তা কর্মীরা।
বৃহস্পতিবার রাত ১১টার সময় ভারত থেকে ডাব্লিউ বি-২৫ এফ ৪৩১০ নং ট্রাকটি বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালে প্রবেশ করলে চালক বোচারাম প্রামাণিকের ব্যাগ তল্লাশি করে ২০টি বাংলাদেশি পাসপোর্ট পাওয়া যায় যার প্রত্যেকটি পাসপোর্টে সাইবেরিয়ার ভিসা লাগানো রয়েছে।
ভারতীয় ট্রাক চালক বোচারাম প্রামাণিক ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁও থানার কালোপুর বেলের মাঠ গ্রামের গোষ্ঠ প্রামাণিকের ছেলে।
বেনাপোল স্থল বন্দরের নিরাপত্তায় আনসার কমান্ডার হেলাল উদ্দিন জানান, তাদের কাছে খবর আসে ভারত থেকে একটি ট্রাকে চালকের মাধ্যেমে কিছু বাংলাদেশি পাসপোর্ট আসবে। সেই মোতাবেক আমরা প্রতিটি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করা ভারতিয় ট্রাক তল্লাশি করলে ডাব্লিউ বি-২৫ এফ ৪৩১০ নং ট্রাকের চালক বোচারামের ব্যাগে পাওয়া যায় যার প্রতিটি ব্যাগে সাইবেরিয়ার ভিসা লাগানো রয়েছে। বিষয়টি বন্দর পরিচালককে সঙ্গে সঙ্গে অবগতি করা হয়েছে। অবৈধ পথে বেনাপোল বন্দর দিয়ে পাসপোর্ট নিয়ে ট্রাক চালকের মাধ্যেমে আসার অপরাধে মামলার প্রক্রিয়া চলছে।