ঢাকার দোহার উপজেলার জয়পাড়া-কার্তিকপুর সড়কের বাঁশতলা খেজুরবাগ নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় আফিফ (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফিফ দক্ষিণ জয়পাড়া (ফায়ার সার্ভিস সংলগ্ন) এলাকার মহিউদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আফিফ তার মোটরসাইকেলযোগে জয়পাড়া থেকে কার্তিকপুর যাওয়ার পথে বাঁশতলা খেজুরেরবাগ নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যায়। এতে তার মাথা গুরুতর আঘাত প্রাপ্ত হয় এবং মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। পরিবারের লোকজন থানা পুলিশের সহয়তায় গুরুতর আহত অবস্থায় আফিফকে উদ্ধার করে দোহার উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
ঢাকার দোহার উপজেলার জয়পাড়া-কার্তিকপুর সড়কের বাঁশতলা খেজুরবাগ নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় আফিফ (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফিফ দক্ষিণ জয়পাড়া (ফায়ার সার্ভিস সংলগ্ন) এলাকার মহিউদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আফিফ তার মোটরসাইকেলযোগে জয়পাড়া থেকে কার্তিকপুর যাওয়ার পথে বাঁশতলা খেজুরেরবাগ নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যায়। এতে তার মাথা গুরুতর আঘাত প্রাপ্ত হয় এবং মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। পরিবারের লোকজন থানা পুলিশের সহয়তায় গুরুতর আহত অবস্থায় আফিফকে উদ্ধার করে দোহার উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।