খাগড়াছড়ি পার্বত্য জেলার এনসিপির কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতার পাল্টা-পাল্টি জিডি হয়েছে সদর থানায়। নিরাপত্তাহীতার কারণ দেখিয়ে একে অন্যের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় এ পাল্টাপাল্টি সাধারণ ডায়েরি করছেন।
জিডির বাদীরা হলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মনজিলা সুলতানা ঝুমা এবং এনসিপির গুইমারা উপজেলা শাখার প্রধান সমন্বয়ক ও জেলা শাখার যুগ্ম সমন্বয়ক মো. রাসেল শেখ।
গত শনিবার সন্ধ্যায় খাগড়াছড়ি প্রেসক্লাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক ও খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মনজিলা সুলতানা ঝুমার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করার পর থেকে নিরাপত্তাহীনতায় সদর থানায় জিডি করেছেন একই সংগঠনের নেতা মো. রাসেল।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এনসিপির নাম ভাঙিয়ে মনজিলা সুলতানা ঝুমা নানা অনিয়ম করছেন। সম্প্রতি সময়ে পার্বত্য জেলা পরিষদের অধীনস্থ বাজার ফান্ডে নিয়ন্ত্রণাধীন গুইমারা বাজারের ইজারার শেয়ারের লাভ্যাংশ আত্মসাৎ করেছেন। পার্বত্য জেলা পরিষদ থেকে সংগঠনের নামে এক কোটি ৬০ লাখ টাকার কাজ ও ১৫ মে. টন খাদ্যশস্যসহ বিভিন্ন প্রকল্প নিজ নামে গ্রহণ করে অর্থ আত্মসাতের অভিযোগ করা হয়।
অপর দিকে এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক ও খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মনজিলা সুলতানা ঝুমার তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগকে ভিত্তিহীন ও মিথ্যা দাবি করে সম্মানহানির চেষ্টা বলে তিনি সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন।
একই দিন-রাতে এনসিপির নেতা মো. রাসেলের বিরুদ্ধে পাল্টা জিডি করেন এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক মনজিলা ঝুমা।
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
খাগড়াছড়ি পার্বত্য জেলার এনসিপির কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতার পাল্টা-পাল্টি জিডি হয়েছে সদর থানায়। নিরাপত্তাহীতার কারণ দেখিয়ে একে অন্যের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় এ পাল্টাপাল্টি সাধারণ ডায়েরি করছেন।
জিডির বাদীরা হলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মনজিলা সুলতানা ঝুমা এবং এনসিপির গুইমারা উপজেলা শাখার প্রধান সমন্বয়ক ও জেলা শাখার যুগ্ম সমন্বয়ক মো. রাসেল শেখ।
গত শনিবার সন্ধ্যায় খাগড়াছড়ি প্রেসক্লাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক ও খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মনজিলা সুলতানা ঝুমার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করার পর থেকে নিরাপত্তাহীনতায় সদর থানায় জিডি করেছেন একই সংগঠনের নেতা মো. রাসেল।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এনসিপির নাম ভাঙিয়ে মনজিলা সুলতানা ঝুমা নানা অনিয়ম করছেন। সম্প্রতি সময়ে পার্বত্য জেলা পরিষদের অধীনস্থ বাজার ফান্ডে নিয়ন্ত্রণাধীন গুইমারা বাজারের ইজারার শেয়ারের লাভ্যাংশ আত্মসাৎ করেছেন। পার্বত্য জেলা পরিষদ থেকে সংগঠনের নামে এক কোটি ৬০ লাখ টাকার কাজ ও ১৫ মে. টন খাদ্যশস্যসহ বিভিন্ন প্রকল্প নিজ নামে গ্রহণ করে অর্থ আত্মসাতের অভিযোগ করা হয়।
অপর দিকে এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক ও খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মনজিলা সুলতানা ঝুমার তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগকে ভিত্তিহীন ও মিথ্যা দাবি করে সম্মানহানির চেষ্টা বলে তিনি সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন।
একই দিন-রাতে এনসিপির নেতা মো. রাসেলের বিরুদ্ধে পাল্টা জিডি করেন এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক মনজিলা ঝুমা।