সিদ্ধির (নারায়ণগঞ্জ) : সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত -সংবাদ
কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, যারা চাঁদা নেয় তারা কুসন্তান। এদের প্রতিরোধ করতে হবে। প্রতিটি দোকানে দোকানে লাঠি রাখতে হবে। গতকাল সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ সব কথা বলেন।
ব্যবসায়ীদের উদ্দেশ্য তিনি বলেন, যদি কেউ চাঁদা দেন তাহলে ধরে নিব আপনিও অন্যায়কারীদের সাহায্য করছেন। কাউকে চাঁদা দিবেন না, যদি কেউ চাঁদা দাবি করে তাদের শক্ত হাতে প্রতিরোধ করবেন আর যদি আপনারা না পারেন তাহলে আমাকে জানাবেন আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো। তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে একজন গডফাদার ছিল শামীম ওসমান, তার লালিত সন্ত্রাসী ছিল এই সিদ্ধিরগঞ্জের শিমরাইলের সাত খুনের ফাঁসির প্রধান আসামি। আজকে তারা পলাতক সাত খুনের যে প্রধান আসামি তার ভাই এবং তার ভাতিজা এখানে কাউন্সিলর নির্বাচিত হয়েছিল। পলাতক থেকেও এবং সন্ত্রাসী সাত খুনের প্রধান আসামি জেলখানা থেকেও ফোনের মাধ্যমে সমস্ত সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ করে এই এলাকা চাঁদাবাজি ও মাস্তানি করে টাকা হাতিয়ে নিচ্ছে এবং তারা ষড়যন্ত্র করছে।
কিন্তু তারা বিএনপিকে দোষারোপ করছে।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মো. মাজেদুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সিদ্ধির (নারায়ণগঞ্জ) : সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত -সংবাদ
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, যারা চাঁদা নেয় তারা কুসন্তান। এদের প্রতিরোধ করতে হবে। প্রতিটি দোকানে দোকানে লাঠি রাখতে হবে। গতকাল সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ সব কথা বলেন।
ব্যবসায়ীদের উদ্দেশ্য তিনি বলেন, যদি কেউ চাঁদা দেন তাহলে ধরে নিব আপনিও অন্যায়কারীদের সাহায্য করছেন। কাউকে চাঁদা দিবেন না, যদি কেউ চাঁদা দাবি করে তাদের শক্ত হাতে প্রতিরোধ করবেন আর যদি আপনারা না পারেন তাহলে আমাকে জানাবেন আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো। তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে একজন গডফাদার ছিল শামীম ওসমান, তার লালিত সন্ত্রাসী ছিল এই সিদ্ধিরগঞ্জের শিমরাইলের সাত খুনের ফাঁসির প্রধান আসামি। আজকে তারা পলাতক সাত খুনের যে প্রধান আসামি তার ভাই এবং তার ভাতিজা এখানে কাউন্সিলর নির্বাচিত হয়েছিল। পলাতক থেকেও এবং সন্ত্রাসী সাত খুনের প্রধান আসামি জেলখানা থেকেও ফোনের মাধ্যমে সমস্ত সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ করে এই এলাকা চাঁদাবাজি ও মাস্তানি করে টাকা হাতিয়ে নিচ্ছে এবং তারা ষড়যন্ত্র করছে।
কিন্তু তারা বিএনপিকে দোষারোপ করছে।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মো. মাজেদুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।