বাগেরহাটের মোরেলগঞ্জের হামেজিয়া দাখিল মাদ্রাসার ছাত্র বাপ্পি শেখ (১৮) নামের এক দশম শ্রেণীর ছাত্রকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুত্বর ওই ছাত্রকে রাতেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযোগে জানাগেছে, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের মাঝিবাড়ি এলাকার চিংড়ি ঘের ব্যবসায়ী কালাম শেখের ছেলে হামেজিয়া দাখিল মাদ্রাসার ছাত্র বাপ্পি শেখকে ঘটনার দিন গত রবিবার সন্ধ্যায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথিমধ্যে বাদশামিয়ার হাট এলাকায় পার্শ্ববতী বিশারীঘাটা গ্রামের আবুল খানের ছেলে রামজান খানের নেতৃত্বে ১০-১৫ জনের দুর্বৃত্তরা পথরোধ করে হামলা চালিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায়। এ সময় তার ডাকচিৎকারে স্থানীয় লোকজন প্রাইভেট শিক্ষক বাপ্পিকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। হাসপাতালে কর্তাব্যরত মেডিকেল অফিসার ডা. আহাদ নাজমূল হাচান বলেন, ভর্তিরত জখমি ওই ছাত্রের শরীরের পিঠে ১৫-১৬টি সেলায় দেয়া হয়েছে।
চিকিৎসাধীন আহত বাপ্পি শেখ বলেন, মাদ্রাসায় অর্ধবার্ষিকী পরীক্ষা চলাকালীন দুপুরে ওই মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র রমজান খানের সঙ্গে কথাকাটাকাটি হলে অশ্লীল ভাষায় তাকে গালিগালাজ করলে প্রতিবাদ করায় এ ঘটনার জের ধরে সন্ধ্যায় প্রাইভেট পড়ে বাপ্পি বাড়ি ফেরার পথিমধ্যে তার ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়।
আহত বাপ্পির বাবা কালাম শেখ ও তার স্ত্রী আয়শা বেগম অজোরে কেঁদে বলেন, কি অন্যায় করেছিল তার ছেলে, কেনো তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করল সন্ত্রাসীরা। এ হামলার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান প্রশাসনের প্রতি তারা।
এ সর্ম্পকে মোরেলগঞ্জ থানা ওসি মতলুবর রহমান বলেন, মাদ্রাসার ছাত্র ওপরে হামলার ঘটনায় কোন অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
বাগেরহাটের মোরেলগঞ্জের হামেজিয়া দাখিল মাদ্রাসার ছাত্র বাপ্পি শেখ (১৮) নামের এক দশম শ্রেণীর ছাত্রকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুত্বর ওই ছাত্রকে রাতেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযোগে জানাগেছে, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের মাঝিবাড়ি এলাকার চিংড়ি ঘের ব্যবসায়ী কালাম শেখের ছেলে হামেজিয়া দাখিল মাদ্রাসার ছাত্র বাপ্পি শেখকে ঘটনার দিন গত রবিবার সন্ধ্যায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথিমধ্যে বাদশামিয়ার হাট এলাকায় পার্শ্ববতী বিশারীঘাটা গ্রামের আবুল খানের ছেলে রামজান খানের নেতৃত্বে ১০-১৫ জনের দুর্বৃত্তরা পথরোধ করে হামলা চালিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায়। এ সময় তার ডাকচিৎকারে স্থানীয় লোকজন প্রাইভেট শিক্ষক বাপ্পিকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। হাসপাতালে কর্তাব্যরত মেডিকেল অফিসার ডা. আহাদ নাজমূল হাচান বলেন, ভর্তিরত জখমি ওই ছাত্রের শরীরের পিঠে ১৫-১৬টি সেলায় দেয়া হয়েছে।
চিকিৎসাধীন আহত বাপ্পি শেখ বলেন, মাদ্রাসায় অর্ধবার্ষিকী পরীক্ষা চলাকালীন দুপুরে ওই মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র রমজান খানের সঙ্গে কথাকাটাকাটি হলে অশ্লীল ভাষায় তাকে গালিগালাজ করলে প্রতিবাদ করায় এ ঘটনার জের ধরে সন্ধ্যায় প্রাইভেট পড়ে বাপ্পি বাড়ি ফেরার পথিমধ্যে তার ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়।
আহত বাপ্পির বাবা কালাম শেখ ও তার স্ত্রী আয়শা বেগম অজোরে কেঁদে বলেন, কি অন্যায় করেছিল তার ছেলে, কেনো তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করল সন্ত্রাসীরা। এ হামলার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান প্রশাসনের প্রতি তারা।
এ সর্ম্পকে মোরেলগঞ্জ থানা ওসি মতলুবর রহমান বলেন, মাদ্রাসার ছাত্র ওপরে হামলার ঘটনায় কোন অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।