মাদকাসক্তির জেরে মা জাহানারা বেগমকে (৬০) নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় মুন্সীগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত-১ পুত্র জাহান শরীফ রতনকে (৩২) আমৃত্যু কারাদণ্ড প্রদান করেছেন। একইসাথে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল সোমবার মুন্সীগঞ্জের অতিরিক্ত দায়রা জজ, ১ম আদালত খালেদা ইয়াসমিন উর্মি এই রায় দেন।
মামলার রায়ে আদালত জানান, ৩০২ ধারায় মা হত্যার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামীকে এই শাস্তি প্রদান করা হয়।
৩২৬ ধারায় তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া।
আসামির হাজতবাসের সময় ৩৫এ ধারা অনুযায়ী মূল সাজা হতে বাদ যাবে। একইসাথে আদালত মামলার জব্দকৃত আলামত বিধি মোতাবেক ধ্বংস করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২১ সেপ্টেম্বর রাত ৮টা ৩০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার ইদ্রাকপুর এলাকায় এই নির্মম হত্যাকাণ্ড ঘটে। মাদক সেবনের টাকার জন্য মা জাহানারা বেগমের কাছে টাকা দাবি করে ছেলে জাহান শরীফ রতন। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে সে ধারালো বটিদা দিয়ে উপর্যুপরি কোপ মেরে মাকে হত্যা করে। এ সময় ছোট বোন মনি আক্তার মাকে বাঁচাতে গেলে তাকেও কুপিয়ে গুরুতর জখম করে সে। এ ঘটনায় ২০১৭ সালের ২২ সেপ্টেম্বর মুন্সীগঞ্জ সদর থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা করেন নিহতের ছেলে ও আসামীর ভাই জাহিদ হাসান স্বপন।
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
মাদকাসক্তির জেরে মা জাহানারা বেগমকে (৬০) নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় মুন্সীগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত-১ পুত্র জাহান শরীফ রতনকে (৩২) আমৃত্যু কারাদণ্ড প্রদান করেছেন। একইসাথে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল সোমবার মুন্সীগঞ্জের অতিরিক্ত দায়রা জজ, ১ম আদালত খালেদা ইয়াসমিন উর্মি এই রায় দেন।
মামলার রায়ে আদালত জানান, ৩০২ ধারায় মা হত্যার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামীকে এই শাস্তি প্রদান করা হয়।
৩২৬ ধারায় তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া।
আসামির হাজতবাসের সময় ৩৫এ ধারা অনুযায়ী মূল সাজা হতে বাদ যাবে। একইসাথে আদালত মামলার জব্দকৃত আলামত বিধি মোতাবেক ধ্বংস করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২১ সেপ্টেম্বর রাত ৮টা ৩০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার ইদ্রাকপুর এলাকায় এই নির্মম হত্যাকাণ্ড ঘটে। মাদক সেবনের টাকার জন্য মা জাহানারা বেগমের কাছে টাকা দাবি করে ছেলে জাহান শরীফ রতন। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে সে ধারালো বটিদা দিয়ে উপর্যুপরি কোপ মেরে মাকে হত্যা করে। এ সময় ছোট বোন মনি আক্তার মাকে বাঁচাতে গেলে তাকেও কুপিয়ে গুরুতর জখম করে সে। এ ঘটনায় ২০১৭ সালের ২২ সেপ্টেম্বর মুন্সীগঞ্জ সদর থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা করেন নিহতের ছেলে ও আসামীর ভাই জাহিদ হাসান স্বপন।