বাগেরহাটের চিতলমারী উপজেলার কুখ্যাত মাদক বিক্রেতা বাবুল শেখ (৪৫) কে অবশেষে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার(১৫-৭-২০২৫) সকালে উপজেলার চর-চিংগুড়ি গ্রামে নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫ হাজার ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি চাপাতি. ১টি হাতুড়ী, ৪টি মোবাইল ফোন, মোবাইল ফোনের ৩টি সিমকার্ড ও ইয়াবা বিক্রি করা নগদ ১১ হাজার ৪০০ টাকা উদ্ধারপুর্বক জব্দ করা হয়।
অভিযান পরিচালনাকারী সূত্রে জানা গেছে, চিহ্নিত অবৈধ পেশাদার মাদক বিক্রেতা বাবুল শেখ মাদকদ্রব্য নিয়ে বাড়িতে অবস্থান করছে এমন গোপন খবরের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়। বাবুল শেখ ওই গ্রামের আব্দুল হাকিম শেখের ছেলে। বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক (ডিআইও-১) আলাউদ্দিন গাজী বলেন যৌথবাহিনীর অভিযানে আটক মাদক বিক্রেতা বাবুল শেখকে ইয়াবাসহ চিতলমারী থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধিন।
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
বাগেরহাটের চিতলমারী উপজেলার কুখ্যাত মাদক বিক্রেতা বাবুল শেখ (৪৫) কে অবশেষে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার(১৫-৭-২০২৫) সকালে উপজেলার চর-চিংগুড়ি গ্রামে নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫ হাজার ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি চাপাতি. ১টি হাতুড়ী, ৪টি মোবাইল ফোন, মোবাইল ফোনের ৩টি সিমকার্ড ও ইয়াবা বিক্রি করা নগদ ১১ হাজার ৪০০ টাকা উদ্ধারপুর্বক জব্দ করা হয়।
অভিযান পরিচালনাকারী সূত্রে জানা গেছে, চিহ্নিত অবৈধ পেশাদার মাদক বিক্রেতা বাবুল শেখ মাদকদ্রব্য নিয়ে বাড়িতে অবস্থান করছে এমন গোপন খবরের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়। বাবুল শেখ ওই গ্রামের আব্দুল হাকিম শেখের ছেলে। বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক (ডিআইও-১) আলাউদ্দিন গাজী বলেন যৌথবাহিনীর অভিযানে আটক মাদক বিক্রেতা বাবুল শেখকে ইয়াবাসহ চিতলমারী থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধিন।