ঢাকার নবাবগঞ্জ উপজেলায় খালের পানিতে পড়ে নিখোঁজ জায়িম (৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল সোয়া ৯ টার দিকে নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ব্রিজের নিজে পানিতে ভাসমান অবস্থা দেখতে পেয়ে এক জেলে জায়িমের মরদেহ উদ্ধার করে তার নৌকাতে নিয়ে আসে। গত ২২ জুন ফিনল্যান্ড থেকে তার মা ও বোনের সাথে বেড়াতে দেশে আসে।
উল্লেখ্য, গতকাল সোমবার ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ফিনল্যান্ড থেকে বেড়াতে এসে শিশু জায়িম উপজেলার সাদাপুর গোয়ালনগর এলাকায় খালের পানিতে পড়ে নিখোঁজ হয়। বেলা আড়াইটার দিকে উপজেলার সাদাপুর গোয়ালনগর এলাকায় খালের পাশে নিজ বাড়ির উঠানে খেলা করছিল জায়িম। কিছুক্ষণ পর পরিবারের লোকজন জায়িমকে দেখতে না পেরে খোঁজাখুঁজি করতে থাকে।
একপর্যায়ে জিয়ামের পায়ের জুতা খালের পানিতে মাছ ধরার ভেসালের কাছে ভাসতে দেখে। পরিবারের ধারণা জায়িম খেলতে গিয়ে খালের পানিতে পড়ে গেছে। তারা পানিতে জায়িমকে খুঁজতে থাকে এবং দোহার থানা ফায়ার সার্ভিসের ডুবরি দলকে খবর দেয়। বিকেল সাড়ে চারটার দিকে দোহার থানা ফায়ার সার্ভিসের ডুবরি দল ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে রাত পর্যন্ত উদ্ধারের চেষ্টা চালিয়েও উদ্ধার করতে পারেনি। মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে জায়িমের মরদেহ উদ্ধার করা হয়।
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় খালের পানিতে পড়ে নিখোঁজ জায়িম (৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল সোয়া ৯ টার দিকে নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ব্রিজের নিজে পানিতে ভাসমান অবস্থা দেখতে পেয়ে এক জেলে জায়িমের মরদেহ উদ্ধার করে তার নৌকাতে নিয়ে আসে। গত ২২ জুন ফিনল্যান্ড থেকে তার মা ও বোনের সাথে বেড়াতে দেশে আসে।
উল্লেখ্য, গতকাল সোমবার ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ফিনল্যান্ড থেকে বেড়াতে এসে শিশু জায়িম উপজেলার সাদাপুর গোয়ালনগর এলাকায় খালের পানিতে পড়ে নিখোঁজ হয়। বেলা আড়াইটার দিকে উপজেলার সাদাপুর গোয়ালনগর এলাকায় খালের পাশে নিজ বাড়ির উঠানে খেলা করছিল জায়িম। কিছুক্ষণ পর পরিবারের লোকজন জায়িমকে দেখতে না পেরে খোঁজাখুঁজি করতে থাকে।
একপর্যায়ে জিয়ামের পায়ের জুতা খালের পানিতে মাছ ধরার ভেসালের কাছে ভাসতে দেখে। পরিবারের ধারণা জায়িম খেলতে গিয়ে খালের পানিতে পড়ে গেছে। তারা পানিতে জায়িমকে খুঁজতে থাকে এবং দোহার থানা ফায়ার সার্ভিসের ডুবরি দলকে খবর দেয়। বিকেল সাড়ে চারটার দিকে দোহার থানা ফায়ার সার্ভিসের ডুবরি দল ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে রাত পর্যন্ত উদ্ধারের চেষ্টা চালিয়েও উদ্ধার করতে পারেনি। মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে জায়িমের মরদেহ উদ্ধার করা হয়।