মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা বাগানের লেক থেকে এক চা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ১০টায় শমশেরনগর চা বাগানের ১৪ নং সেকশন থেকে এ লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বদু বাউরির ছেলে পিনু বাউরি (২৪) আগের দিন সকাল বেলা নাস্তা করে বাড়ি থেকে বের হয়। বিকেল বেলা সে বাড়িতে না ফেরায় তার মা খোঁজাখুজি শুরু করেন। এমতাবস্থায় ১৪ জুলাই সোমবার স্থানীয় লেকের পানিতে চা শ্রমিকরা তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওবায়দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শ্রমিক মানষিক ভারসাম্যহীন ছিলেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা বাগানের লেক থেকে এক চা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ১০টায় শমশেরনগর চা বাগানের ১৪ নং সেকশন থেকে এ লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বদু বাউরির ছেলে পিনু বাউরি (২৪) আগের দিন সকাল বেলা নাস্তা করে বাড়ি থেকে বের হয়। বিকেল বেলা সে বাড়িতে না ফেরায় তার মা খোঁজাখুজি শুরু করেন। এমতাবস্থায় ১৪ জুলাই সোমবার স্থানীয় লেকের পানিতে চা শ্রমিকরা তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওবায়দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শ্রমিক মানষিক ভারসাম্যহীন ছিলেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।