গণদাবির মুখে ১৫ দিন পর সীমিত আকারে আবারও বরিশাল রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। উড়োজাহাজ সংকট দেখিয়ে গত ২৫ জুলাই থেকে বরিশাল রুটে বিমানের ফ্লাইট স্থগিত করা হয়। শেষ ফ্লাইটটি ছিল ২৪ জুলাই বিকেলে।
তবে আগামী ৮ আগস্ট থেকে সপ্তাহে দুই দিন, শুক্রবার ও আগামী রোববার বরিশাল টু ঢাকা আকাশপথে ৭৪ আসনের ‘ড্যাশ ৮-কিউ৪০০’ মডেলের উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালিত হবে। এর আগে প্রতি বৃহস্পতিবার বিকেলেও বরিশালে বিমান ফ্লাইট পরিচালনা করত। স্থানীয় যাত্রী ও ট্রাভেল এজেন্সিগুলোর দাবি রয়েছে, ওই ফ্লাইটটিও দ্রুত পুনরায় চালু করা হোক।
বিমানের বিক্রয় ও বিপণন পরিচালক এর আগে জানান, উড়োজাহাজ সংকটের কারণে বরিশালসহ আরও দুটি রুটে সাময়িকভাবে ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। তবে দ্রুতই বরিশালে ফ্লাইট চালু হবে বলে আশ্বাস দেন তিনি। একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘বরিশাল রুট বন্ধ রাখার পরিকল্পনা নেই। অন্তত দুটি উড়োজাহাজ পরিচালন-উপযোগী হলেই আমরা বরিশালে ফ্লাইট ফেরত নেব।’
উল্লেখ্য, অভ্যন্তরীণ রুটের জন্য বিমানের বহরে ৭৪ আসনের ৫টি ড্যাশ ৮-কিউ৪০০ উড়োজাহাজ রয়েছে, যার মধ্যে ২টি চলাচল অযোগ্য এবং ২টি মেরামতের অপেক্ষায়।
শনিবার, ০২ আগস্ট ২০২৫
গণদাবির মুখে ১৫ দিন পর সীমিত আকারে আবারও বরিশাল রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। উড়োজাহাজ সংকট দেখিয়ে গত ২৫ জুলাই থেকে বরিশাল রুটে বিমানের ফ্লাইট স্থগিত করা হয়। শেষ ফ্লাইটটি ছিল ২৪ জুলাই বিকেলে।
তবে আগামী ৮ আগস্ট থেকে সপ্তাহে দুই দিন, শুক্রবার ও আগামী রোববার বরিশাল টু ঢাকা আকাশপথে ৭৪ আসনের ‘ড্যাশ ৮-কিউ৪০০’ মডেলের উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালিত হবে। এর আগে প্রতি বৃহস্পতিবার বিকেলেও বরিশালে বিমান ফ্লাইট পরিচালনা করত। স্থানীয় যাত্রী ও ট্রাভেল এজেন্সিগুলোর দাবি রয়েছে, ওই ফ্লাইটটিও দ্রুত পুনরায় চালু করা হোক।
বিমানের বিক্রয় ও বিপণন পরিচালক এর আগে জানান, উড়োজাহাজ সংকটের কারণে বরিশালসহ আরও দুটি রুটে সাময়িকভাবে ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। তবে দ্রুতই বরিশালে ফ্লাইট চালু হবে বলে আশ্বাস দেন তিনি। একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘বরিশাল রুট বন্ধ রাখার পরিকল্পনা নেই। অন্তত দুটি উড়োজাহাজ পরিচালন-উপযোগী হলেই আমরা বরিশালে ফ্লাইট ফেরত নেব।’
উল্লেখ্য, অভ্যন্তরীণ রুটের জন্য বিমানের বহরে ৭৪ আসনের ৫টি ড্যাশ ৮-কিউ৪০০ উড়োজাহাজ রয়েছে, যার মধ্যে ২টি চলাচল অযোগ্য এবং ২টি মেরামতের অপেক্ষায়।