ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
পটুয়াখালীর দশমিনা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো.মাইনুল ইসলাম খান। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম শাহিন, মেরিন ফিসারিজ কর্মকর্তা নাজমুল হাসান, নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফেরদাউস প্রমুখ। আলোচনা সভার আগে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে সকালে র্যালি, মাছের পোনা অবমুক্তকরন ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শেষে ৩ জন উদ্যোক্তা মৎস্যচাষীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
সম্মাননায় ভূষিত উদ্যোক্তা মৎস্যজীবিরা হলেন উপজেলার সদর ইউনিয়নের আলহাজ্ব জামাল হোসেন (কার্প মিশ্র),বহরমপুর ইউনিয়নের রাসেল (তেলাপিয়া) এবং রনগোপালদী ইউনিয়নের মঞ্জুর এলাহী (পাঙ্গাস)।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শনিবার, ২৩ আগস্ট ২০২৫
পটুয়াখালীর দশমিনা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো.মাইনুল ইসলাম খান। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম শাহিন, মেরিন ফিসারিজ কর্মকর্তা নাজমুল হাসান, নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফেরদাউস প্রমুখ। আলোচনা সভার আগে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে সকালে র্যালি, মাছের পোনা অবমুক্তকরন ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শেষে ৩ জন উদ্যোক্তা মৎস্যচাষীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
সম্মাননায় ভূষিত উদ্যোক্তা মৎস্যজীবিরা হলেন উপজেলার সদর ইউনিয়নের আলহাজ্ব জামাল হোসেন (কার্প মিশ্র),বহরমপুর ইউনিয়নের রাসেল (তেলাপিয়া) এবং রনগোপালদী ইউনিয়নের মঞ্জুর এলাহী (পাঙ্গাস)।