চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ছোটদুধ পাতিলা গ্রামে একটি গাভি পর পর তিনটি বাছুর জন্ম দিয়ে সবাইকে অবাক করে দিয়েছে। বর্তমানে গাভি ও তার তিনটি বাছুরই সুস্থ আছে। গত রোববার সকালে হাউলি ইউনিয়নে এই বিরল ঘটনাটি ঘটে।
গরুর মালিক মর্জিনা আক্তার বলেন, উপজেলার ডুগডগি হাট থেকে এক বছর আগে গাভিটি কিনেছিলাম । গর্ভাবস্থায় গাভিটির মধ্যে কোনো অস্বাভাবিকতা দেখেনি কখনো । ‘একসাথে তিনটি মেয়ে বাছুর জন্ম দেবে, তা কল্পনাও করিনি।’ এমন ঘটনা দেখতে প্রতিদিন বিভিন্ন স্থান লোকজন আসছে ।
হামিদুল ও কালাম বলেন, এমন ঘটনা লোক মুখে শুনতে পেয়ে এক নজর দেকার জন্য ছুটে আসি নিজ গ্রাম জয়রাপুর থেকে। এসে বাস্তবে দেখছি এ সত্যতা । এমন ঘটনা অনেকে দেখিনি ।
হাউলি ইউনিয়নের কৃত্রিম প্রজনন কর্মী ওবায়দুল হক বলেন, দুটি বাছুর জন্ম নেওয়ার পর যখন গাভিটি দাঁড়িয়ে যায়। তখন আমি ভেবেছিলাম প্রসব শেষ। কিন্তু তার আচরণ দেখে সন্দেহ হলে আবার পরীক্ষা করে দেখি পেটে আরও একটি বাছুর আছে। পরে সেটিও জন্ম দেয় গাভিটি। তিনি আরও বলেন, আমার জীবনে এমন ঘটনা এই প্রথম দেখলাম।
এ প্রসঙ্গে চুয়াডাঙ্গা জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা. আ. হা. ম. শামিমুজ্জামান বলেন, বাছুরগুলোর জন্ম হয়েছে কৃত্রিম প্রজননের মাধ্যমে। এটি অস্বাভাবিক নয়। তবে অত্যন্ত বিরল। সাধারণত একটি গাভি একটি বাছুর জন্ম দেয়। অনেক ক্ষেত্রে সুপার ওভিউলেশন বা হরমোনজনিত কারণে এমন হয়। , গাভি ও বাছুরগুলোর সুস্থতা নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হচ্ছে এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।
শনিবার, ২৩ আগস্ট ২০২৫
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ছোটদুধ পাতিলা গ্রামে একটি গাভি পর পর তিনটি বাছুর জন্ম দিয়ে সবাইকে অবাক করে দিয়েছে। বর্তমানে গাভি ও তার তিনটি বাছুরই সুস্থ আছে। গত রোববার সকালে হাউলি ইউনিয়নে এই বিরল ঘটনাটি ঘটে।
গরুর মালিক মর্জিনা আক্তার বলেন, উপজেলার ডুগডগি হাট থেকে এক বছর আগে গাভিটি কিনেছিলাম । গর্ভাবস্থায় গাভিটির মধ্যে কোনো অস্বাভাবিকতা দেখেনি কখনো । ‘একসাথে তিনটি মেয়ে বাছুর জন্ম দেবে, তা কল্পনাও করিনি।’ এমন ঘটনা দেখতে প্রতিদিন বিভিন্ন স্থান লোকজন আসছে ।
হামিদুল ও কালাম বলেন, এমন ঘটনা লোক মুখে শুনতে পেয়ে এক নজর দেকার জন্য ছুটে আসি নিজ গ্রাম জয়রাপুর থেকে। এসে বাস্তবে দেখছি এ সত্যতা । এমন ঘটনা অনেকে দেখিনি ।
হাউলি ইউনিয়নের কৃত্রিম প্রজনন কর্মী ওবায়দুল হক বলেন, দুটি বাছুর জন্ম নেওয়ার পর যখন গাভিটি দাঁড়িয়ে যায়। তখন আমি ভেবেছিলাম প্রসব শেষ। কিন্তু তার আচরণ দেখে সন্দেহ হলে আবার পরীক্ষা করে দেখি পেটে আরও একটি বাছুর আছে। পরে সেটিও জন্ম দেয় গাভিটি। তিনি আরও বলেন, আমার জীবনে এমন ঘটনা এই প্রথম দেখলাম।
এ প্রসঙ্গে চুয়াডাঙ্গা জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা. আ. হা. ম. শামিমুজ্জামান বলেন, বাছুরগুলোর জন্ম হয়েছে কৃত্রিম প্রজননের মাধ্যমে। এটি অস্বাভাবিক নয়। তবে অত্যন্ত বিরল। সাধারণত একটি গাভি একটি বাছুর জন্ম দেয়। অনেক ক্ষেত্রে সুপার ওভিউলেশন বা হরমোনজনিত কারণে এমন হয়। , গাভি ও বাছুরগুলোর সুস্থতা নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হচ্ছে এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।