ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
‘আসুন আমরা মাদককে প্রতিহত করি, তরুণ ও যুব সমাজের সম্ভাবনা এবং সামাজিক শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ হই’ এই শ্লোগানে ঝালকাঠিতে মাদক বিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজ শেষে ৯নং ওয়ার্ডের সর্বস্তরের জনগনের ঐক্যবদ্ধ আয়োজনে এ র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। র্যালীটি বায়তুল ফালাহ জামে মসজিদ, কলাবাগান থেকে শুরু হয়ে কলাবাগন, লঞ্চঘাট, বন্দাঘাট সহ শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে একই স্থানে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন বায়তুল ফালাহ জামে মসজিদের সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সাঈদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ি সোহেল হাওলাদার, জাকির হোসেন, মুরাদ হোসেন, মোস্তফা মুন্সি, তারেক রহমান, সৈকত হোসেনসহ হাজারো এলাকাবাসী।
র্যালিতে উপস্থিত হাজারো জনগন মাদক কারবারীদের উদ্দেশ্য করে স্লোগান দিতে থাকে ‘ভিক্ষা লাগলে ভিক্ষা নে, মাদক ব্যবসা ছেড়ে দে’ এরকম নানাভিদ শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ৯নং ওয়ার্ড। বায়তুল ফালাহ জামে মসজিদের সভাপতি মো. জাকির হোসেন বলেন, ৯নং ওয়ার্ড মাদক কারবারীদের আকরায় পরিনত হয়েছে, আমরা এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে মাদক কারবারিদের বিরুদ্ধে রুখে দাড়াবো যাতে এই এলাকায় কেউ মাদক ব্যবসা করতে না পারে।
বিশিষ্ট ব্যবসায়ী সোহেল হাওলাদার বলেন, মাদকের কারনে এলাকার যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আমরা আমাদের পরবর্তি প্রজন্মকে ধ্বংশ হতে দিতে পারি না। এজন্য আমরা মাদক ও মাদক কারবারীদের বিরুদ্ধে সব সময় আন্দোলন চালিয়ে যাবো। যাতে শুধু ৯নং ওয়ার্ড না সমগ্র ঝালকাঠিতেই কেউ মাদক ব্যবসা করতে না পারে এবং সমাজের অবক্ষয় না হয়।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শনিবার, ২৩ আগস্ট ২০২৫
‘আসুন আমরা মাদককে প্রতিহত করি, তরুণ ও যুব সমাজের সম্ভাবনা এবং সামাজিক শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ হই’ এই শ্লোগানে ঝালকাঠিতে মাদক বিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজ শেষে ৯নং ওয়ার্ডের সর্বস্তরের জনগনের ঐক্যবদ্ধ আয়োজনে এ র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। র্যালীটি বায়তুল ফালাহ জামে মসজিদ, কলাবাগান থেকে শুরু হয়ে কলাবাগন, লঞ্চঘাট, বন্দাঘাট সহ শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে একই স্থানে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন বায়তুল ফালাহ জামে মসজিদের সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সাঈদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ি সোহেল হাওলাদার, জাকির হোসেন, মুরাদ হোসেন, মোস্তফা মুন্সি, তারেক রহমান, সৈকত হোসেনসহ হাজারো এলাকাবাসী।
র্যালিতে উপস্থিত হাজারো জনগন মাদক কারবারীদের উদ্দেশ্য করে স্লোগান দিতে থাকে ‘ভিক্ষা লাগলে ভিক্ষা নে, মাদক ব্যবসা ছেড়ে দে’ এরকম নানাভিদ শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ৯নং ওয়ার্ড। বায়তুল ফালাহ জামে মসজিদের সভাপতি মো. জাকির হোসেন বলেন, ৯নং ওয়ার্ড মাদক কারবারীদের আকরায় পরিনত হয়েছে, আমরা এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে মাদক কারবারিদের বিরুদ্ধে রুখে দাড়াবো যাতে এই এলাকায় কেউ মাদক ব্যবসা করতে না পারে।
বিশিষ্ট ব্যবসায়ী সোহেল হাওলাদার বলেন, মাদকের কারনে এলাকার যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আমরা আমাদের পরবর্তি প্রজন্মকে ধ্বংশ হতে দিতে পারি না। এজন্য আমরা মাদক ও মাদক কারবারীদের বিরুদ্ধে সব সময় আন্দোলন চালিয়ে যাবো। যাতে শুধু ৯নং ওয়ার্ড না সমগ্র ঝালকাঠিতেই কেউ মাদক ব্যবসা করতে না পারে এবং সমাজের অবক্ষয় না হয়।