ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক অদ্ভুত ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। উপজেলার কয়রা ইউনিয়নের নগর কয়রা ও কৃষ্টপুর কয়রা যৌথ কবরস্থান থেকে সাতটি কঙ্কাল রহস্যজনকভাবে উধাও হয়েছে।
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। পরের দিন গতকাল শুক্রবার ফজরের নামাজের পর মুসল্লিরা নিয়ম অনুযায়ী কবর জিয়ারতে গিয়ে খোঁড়া কবর দেখতে পান। কাছ থেকে দেখে তারা বুঝতে পারেন সাতটি কবরের কঙ্কাল নেই। মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল ঘুরে দেখেছি। কঙ্কালগুলো চুরি হয়েছে, নাকি অন্য কোনো কারণে উধাও হয়েছে এখনও নিশ্চিত নই। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে কবর খুঁড়ে কঙ্কাল চুরির মতো ঘটনা পুরো গ্রামে আতঙ্ক সৃষ্টি করেছে। দ্রুত জড়িতদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শনিবার, ২৩ আগস্ট ২০২৫
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক অদ্ভুত ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। উপজেলার কয়রা ইউনিয়নের নগর কয়রা ও কৃষ্টপুর কয়রা যৌথ কবরস্থান থেকে সাতটি কঙ্কাল রহস্যজনকভাবে উধাও হয়েছে।
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। পরের দিন গতকাল শুক্রবার ফজরের নামাজের পর মুসল্লিরা নিয়ম অনুযায়ী কবর জিয়ারতে গিয়ে খোঁড়া কবর দেখতে পান। কাছ থেকে দেখে তারা বুঝতে পারেন সাতটি কবরের কঙ্কাল নেই। মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল ঘুরে দেখেছি। কঙ্কালগুলো চুরি হয়েছে, নাকি অন্য কোনো কারণে উধাও হয়েছে এখনও নিশ্চিত নই। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে কবর খুঁড়ে কঙ্কাল চুরির মতো ঘটনা পুরো গ্রামে আতঙ্ক সৃষ্টি করেছে। দ্রুত জড়িতদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা।