ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বাগেরহাটের ফকিরহাট উপজেলার রাস্তায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তোফাজ্জেল হোসেন পলাশ (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে খুলনা-মোংলা মহাসড়কের খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পলাশ খুলনার দোল খোলা টুটপাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন ব্যবসায়ী। পুলিশ ও স্থানীয়রা জানায়, তোফাজ্জেল হোসেন পলাশ মোটর সাইকেলযোগে মোংলা থেকে খুলনার দিকে যাচ্ছিলেন। পথে ফকিরহাট উপজেলার খাজুরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. জাফর আহম্মেদ গতকাল শনিবার সকালে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ ও মটরসাইকেলটি উদ্ধার করে।
তবে ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শনিবার, ২৩ আগস্ট ২০২৫
বাগেরহাটের ফকিরহাট উপজেলার রাস্তায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তোফাজ্জেল হোসেন পলাশ (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে খুলনা-মোংলা মহাসড়কের খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পলাশ খুলনার দোল খোলা টুটপাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন ব্যবসায়ী। পুলিশ ও স্থানীয়রা জানায়, তোফাজ্জেল হোসেন পলাশ মোটর সাইকেলযোগে মোংলা থেকে খুলনার দিকে যাচ্ছিলেন। পথে ফকিরহাট উপজেলার খাজুরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. জাফর আহম্মেদ গতকাল শনিবার সকালে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ ও মটরসাইকেলটি উদ্ধার করে।
তবে ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।