মাদারগঞ্জ (জামালপুর) : দৃষ্টিনন্দন রঙিন ফোয়ারা -সংবাদ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা ৫০ লক্ষ মানুষের স্বপ্নের একমাত্র বিনোদন কেন্দ্র খরকা ঝিল হাওয়াই রোডে দৃষ্টিনন্দন রঙিন ফোয়ারা থেকে ১০৪ টি কল চুরি হয়েছে।
মাদারগঞ্জে ভ্রমণ পিপাসু মানুষের কাছে এই জায়গাটি ছিলো চিত্ত বিনোদনের একমাত্র ভরসা। কথায় আছে না, চোর না শুনে ধর্মের কাহিনি। তাদের কোন ধর্মীয় বিশ্বাসের বালাই নেই। মাদারগঞ্জের একমাত্র বিনোদন কেন্দ্র খরকা ঝিল ব্রিজের প্রবেশদারে পানির ফুয়ারার ১০৫টি নজলের ১০৪টি কল চুরি চুরি হলেও গতকাল শুক্রবার সন্ধায় পৌর কর্তৃপক্ষের নজরে আসে। পরে শুরু হয় এ নিয়ে তোলপাড়। এপর্যন্ত কোন খবর পাওয়া যায়নি। মাদারগঞ্জ উপজেলার একমাত্র বিনোদন কেন্দ্র খরকার হাওয়ায় রোড়ের সৌন্দর্য্য বৃদ্ধি তে পানি ফুয়ারা অবদান অপরিসীম। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অতিবিলম্বে চোর চক্রকে গ্রেপ্তার করার দাবি জানান ভ্রমণ পিপাসু জন সাধারণ। সেই সাথে জরুরি ভিক্তিতে ফুয়ারাটি জরুরি ভাবে সংস্কার করার জন্য তারা কর্তৃপক্ষকে অনুরোধ জানান।
মাদারগঞ্জ (জামালপুর) : দৃষ্টিনন্দন রঙিন ফোয়ারা -সংবাদ
শনিবার, ২৩ আগস্ট ২০২৫
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা ৫০ লক্ষ মানুষের স্বপ্নের একমাত্র বিনোদন কেন্দ্র খরকা ঝিল হাওয়াই রোডে দৃষ্টিনন্দন রঙিন ফোয়ারা থেকে ১০৪ টি কল চুরি হয়েছে।
মাদারগঞ্জে ভ্রমণ পিপাসু মানুষের কাছে এই জায়গাটি ছিলো চিত্ত বিনোদনের একমাত্র ভরসা। কথায় আছে না, চোর না শুনে ধর্মের কাহিনি। তাদের কোন ধর্মীয় বিশ্বাসের বালাই নেই। মাদারগঞ্জের একমাত্র বিনোদন কেন্দ্র খরকা ঝিল ব্রিজের প্রবেশদারে পানির ফুয়ারার ১০৫টি নজলের ১০৪টি কল চুরি চুরি হলেও গতকাল শুক্রবার সন্ধায় পৌর কর্তৃপক্ষের নজরে আসে। পরে শুরু হয় এ নিয়ে তোলপাড়। এপর্যন্ত কোন খবর পাওয়া যায়নি। মাদারগঞ্জ উপজেলার একমাত্র বিনোদন কেন্দ্র খরকার হাওয়ায় রোড়ের সৌন্দর্য্য বৃদ্ধি তে পানি ফুয়ারা অবদান অপরিসীম। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অতিবিলম্বে চোর চক্রকে গ্রেপ্তার করার দাবি জানান ভ্রমণ পিপাসু জন সাধারণ। সেই সাথে জরুরি ভিক্তিতে ফুয়ারাটি জরুরি ভাবে সংস্কার করার জন্য তারা কর্তৃপক্ষকে অনুরোধ জানান।