ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
ঝালকাঠির নলছিটিতে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাসুম কারিকরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে ঝালকাঠি শহরের কলেজগেট এলাকায় মাসুমের ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাসুম নলছিটি উপজেলার ভবানীপুর গ্রামের আব্দুল মন্নান কারিকরের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, বানারীপাড়া থানার একটি (জি আর) মামলায় মাসুম ৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে আরও দুইটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। নলছিটি থানার ওসি মো. আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামি মাসুমকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
রোববার, ২৪ আগস্ট ২০২৫
ঝালকাঠির নলছিটিতে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাসুম কারিকরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে ঝালকাঠি শহরের কলেজগেট এলাকায় মাসুমের ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাসুম নলছিটি উপজেলার ভবানীপুর গ্রামের আব্দুল মন্নান কারিকরের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, বানারীপাড়া থানার একটি (জি আর) মামলায় মাসুম ৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে আরও দুইটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। নলছিটি থানার ওসি মো. আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামি মাসুমকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।