ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
ঢাকা-নারায়ণগঞ্জ পথে নন-এসি বাসের বর্ধিত ভাড়ার সিদ্ধান্ত বাতিল বা প্রত্যাহার না করে স্থগিত করার মধ্য দিয়ে আবারও তা বাড়ানোর পথ জেলা প্রশাসক খোলা রেখেছেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি।
গতকাল শনিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে বাসভাড়া বৃদ্ধি ও পরে সে সিদ্ধান্ত স্থগিত করার প্রসঙ্গে সংগঠনটির ডাকা সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।
একই সময় এ পথে এসি বাসের ভাড়াও ৮০ টাকা থেকে কমিয়ে ৭০ টাকা করার দাবি জানান রাব্বি। এবং কেন্দ্রীয় স্টেশন থেকে চাষাঢ়া পর্যন্ত পাতাল সংযোগের মাধ্যমে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ডাবল লাইনে মেট্রোরেল সংযোগের কাজ বাস্তবায়নেরও দাবি জানান।
গত বুধবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভায় রাজনৈতিক ও নাগরিক নেতাদের বিরোধিতার পরও বাসভাড়া বাড়ানোর ঘোষণা দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম। বৃহস্পতিবার সকাল থেকে এ পথে বর্ধিত বাসভাড়া কার্যকর করা হয়। রফিউর রাব্বি বলেন, গণঅভ্যুত্থানের পর গত নভেম্বরে আন্দোলনের মুখে নন-এসি বাসের ভাড়া ৫৫ থেকে কমিয়ে ৫০ টাকা নির্ধারণ করা হয় বলেও জানান তিনি। বর্তমান জেলা প্রশাসক জাহিদুল ইসলামের সিদ্ধান্তের ব্যাপক সমালোচনা করে রাব্বি বলেন, “কিন্তু বর্তমান জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা গত ২০ আগস্ট তরিঘড়ি করে সভা ডেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বন্ধন ও উৎসব বাসের ভাড়া ৫ টাকা বৃদ্ধি করে সবাইকে সিদ্ধান্ত জানিয়ে দিলেন। প্রতিবাদের মুখে গত শুক্রবার তিনি আবার তা স্থগিতও করলেন। আমরা সভাতেই বলেছিলাম, যেখানে তেল ও গ্যাসের দাম কমতির দিকে, সরকারের ভাড়া বৃদ্ধির নতুন কোন প্রজ্ঞাপন নাই সেখানে এই সময়ে ভাড়া বৃদ্ধি অযৌক্তিক, অগ্রহণযোগ্য ও গণবিরোধী। এই সিদ্ধান্ত পরিবহন সিন্ডিকেটকে উৎসাহিত করবে। কিন্তু জেলা প্রশাসক ভাড়া বৃদ্ধি করলেন। তার এমন উদ্যোগ তার নৈতিকতা সম্পর্কে আমাদের মধ্যে নানা প্রশ্ন তৈরি করেছে।” তিনি আরও বলেন, “জেলা প্রশাসক সিদ্ধান্তটি এখনও ‘বাতিল’ বা ‘প্রত্যাহার’ করেননি, ‘স্থগিত’ করেছেন মাত্র। অর্থাৎ যেকোন সময় আবার তা কার্যকর করার পথ খোলা রেখেছেন।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
রোববার, ২৪ আগস্ট ২০২৫
ঢাকা-নারায়ণগঞ্জ পথে নন-এসি বাসের বর্ধিত ভাড়ার সিদ্ধান্ত বাতিল বা প্রত্যাহার না করে স্থগিত করার মধ্য দিয়ে আবারও তা বাড়ানোর পথ জেলা প্রশাসক খোলা রেখেছেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি।
গতকাল শনিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে বাসভাড়া বৃদ্ধি ও পরে সে সিদ্ধান্ত স্থগিত করার প্রসঙ্গে সংগঠনটির ডাকা সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।
একই সময় এ পথে এসি বাসের ভাড়াও ৮০ টাকা থেকে কমিয়ে ৭০ টাকা করার দাবি জানান রাব্বি। এবং কেন্দ্রীয় স্টেশন থেকে চাষাঢ়া পর্যন্ত পাতাল সংযোগের মাধ্যমে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ডাবল লাইনে মেট্রোরেল সংযোগের কাজ বাস্তবায়নেরও দাবি জানান।
গত বুধবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভায় রাজনৈতিক ও নাগরিক নেতাদের বিরোধিতার পরও বাসভাড়া বাড়ানোর ঘোষণা দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম। বৃহস্পতিবার সকাল থেকে এ পথে বর্ধিত বাসভাড়া কার্যকর করা হয়। রফিউর রাব্বি বলেন, গণঅভ্যুত্থানের পর গত নভেম্বরে আন্দোলনের মুখে নন-এসি বাসের ভাড়া ৫৫ থেকে কমিয়ে ৫০ টাকা নির্ধারণ করা হয় বলেও জানান তিনি। বর্তমান জেলা প্রশাসক জাহিদুল ইসলামের সিদ্ধান্তের ব্যাপক সমালোচনা করে রাব্বি বলেন, “কিন্তু বর্তমান জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা গত ২০ আগস্ট তরিঘড়ি করে সভা ডেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বন্ধন ও উৎসব বাসের ভাড়া ৫ টাকা বৃদ্ধি করে সবাইকে সিদ্ধান্ত জানিয়ে দিলেন। প্রতিবাদের মুখে গত শুক্রবার তিনি আবার তা স্থগিতও করলেন। আমরা সভাতেই বলেছিলাম, যেখানে তেল ও গ্যাসের দাম কমতির দিকে, সরকারের ভাড়া বৃদ্ধির নতুন কোন প্রজ্ঞাপন নাই সেখানে এই সময়ে ভাড়া বৃদ্ধি অযৌক্তিক, অগ্রহণযোগ্য ও গণবিরোধী। এই সিদ্ধান্ত পরিবহন সিন্ডিকেটকে উৎসাহিত করবে। কিন্তু জেলা প্রশাসক ভাড়া বৃদ্ধি করলেন। তার এমন উদ্যোগ তার নৈতিকতা সম্পর্কে আমাদের মধ্যে নানা প্রশ্ন তৈরি করেছে।” তিনি আরও বলেন, “জেলা প্রশাসক সিদ্ধান্তটি এখনও ‘বাতিল’ বা ‘প্রত্যাহার’ করেননি, ‘স্থগিত’ করেছেন মাত্র। অর্থাৎ যেকোন সময় আবার তা কার্যকর করার পথ খোলা রেখেছেন।