ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসা নারী পর্যটকদের ব্যক্তিগত মুহূর্ত গোপনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে টিকটকার মো. ইউনুস মিয়া (৩৩) গ্রেপ্তার হয়েছেন।
গতকাল রোববার বিকেল ৪টার দিকে বিশেষ অভিযানে তাকে আটক করে পুলিশ। গ্রেপ্তার ইউনুস কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ডের পিটি স্কুল এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, সৈকতে নারী পর্যটকদের গোসল, চলাফেরা ও একান্ত সময় কাটানোর মতো ব্যক্তিগত মুহূর্ত লুকিয়ে ভিডিও করে প্রকাশ করা নিন্দনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড শুধু ভুক্তভোগীদের মানসিক ক্ষতিই নয়, কক্সবাজারের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেয়া হবে না। ধাপে ধাপে এ চক্রের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সোমবার, ২৫ আগস্ট ২০২৫
কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসা নারী পর্যটকদের ব্যক্তিগত মুহূর্ত গোপনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে টিকটকার মো. ইউনুস মিয়া (৩৩) গ্রেপ্তার হয়েছেন।
গতকাল রোববার বিকেল ৪টার দিকে বিশেষ অভিযানে তাকে আটক করে পুলিশ। গ্রেপ্তার ইউনুস কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ডের পিটি স্কুল এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, সৈকতে নারী পর্যটকদের গোসল, চলাফেরা ও একান্ত সময় কাটানোর মতো ব্যক্তিগত মুহূর্ত লুকিয়ে ভিডিও করে প্রকাশ করা নিন্দনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড শুধু ভুক্তভোগীদের মানসিক ক্ষতিই নয়, কক্সবাজারের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেয়া হবে না। ধাপে ধাপে এ চক্রের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।