ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সিরাজগঞ্জের পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয়েছে মাদকাসক্ত স্বামী। গতকাল রোববার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া খাঁ পাড়াতে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধু রঞ্জনা খাতুন (৩৮) ওই গ্রামের ইব্রাহিমের স্ত্রী। আটক ইব্রাহিম কান্দাপাদা খাঁ পাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসানুজ্জামান রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে জানান, গৃহবধু রঞ্জনা খাতুনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেছে ইব্রাহিম। এরপর সে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। পরে স্থানীয়রা তাকে আটক করে রাখে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করেছি।
লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সোমবার, ২৫ আগস্ট ২০২৫
সিরাজগঞ্জের পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয়েছে মাদকাসক্ত স্বামী। গতকাল রোববার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া খাঁ পাড়াতে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধু রঞ্জনা খাতুন (৩৮) ওই গ্রামের ইব্রাহিমের স্ত্রী। আটক ইব্রাহিম কান্দাপাদা খাঁ পাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসানুজ্জামান রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে জানান, গৃহবধু রঞ্জনা খাতুনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেছে ইব্রাহিম। এরপর সে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। পরে স্থানীয়রা তাকে আটক করে রাখে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করেছি।
লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।