ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
লালমনিরহাটের হাতীবান্ধায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক যুবক। গতকাল রোববার রাত আটটার দিকে উপজেলার সানিয়াজান ইউনিয়নের মোকাদ্দেসনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নয়নখোলা ডাঙ্গারহাট এলাকার দুলাল মিয়ার ছেলে সবুজ মিয়া (২৭) ও একই এলাকার ফাহিম (২৬)। আহত যুবকের নাম সোহাগ (২৭)।
স্থানীয়রা জানান, উপজেলার দোয়ানী ব্রিজ এলাকা থেকে বড়খাতাগামী বাইপাস সড়ক দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন তিন যুবক। বিপরীত দিক থেকে আসছিল আরেকটি মোটরসাইকেল। ঘটনাস্থলে পৌঁছালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিন যুবকের মোটরসাইকেলটি পাশের গাছের সাথে ধাক্কা লাগে। এতে সবুজ ও ফাহিম ঘটনাস্থলেই নিহত হন। আহত সোহাগকে স্থানীয়রা উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
তবে অপর মোটরসাইকেল আরোহীরা অক্ষত রয়েছেন।
বড়খাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সোমবার, ২৫ আগস্ট ২০২৫
লালমনিরহাটের হাতীবান্ধায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক যুবক। গতকাল রোববার রাত আটটার দিকে উপজেলার সানিয়াজান ইউনিয়নের মোকাদ্দেসনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নয়নখোলা ডাঙ্গারহাট এলাকার দুলাল মিয়ার ছেলে সবুজ মিয়া (২৭) ও একই এলাকার ফাহিম (২৬)। আহত যুবকের নাম সোহাগ (২৭)।
স্থানীয়রা জানান, উপজেলার দোয়ানী ব্রিজ এলাকা থেকে বড়খাতাগামী বাইপাস সড়ক দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন তিন যুবক। বিপরীত দিক থেকে আসছিল আরেকটি মোটরসাইকেল। ঘটনাস্থলে পৌঁছালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিন যুবকের মোটরসাইকেলটি পাশের গাছের সাথে ধাক্কা লাগে। এতে সবুজ ও ফাহিম ঘটনাস্থলেই নিহত হন। আহত সোহাগকে স্থানীয়রা উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
তবে অপর মোটরসাইকেল আরোহীরা অক্ষত রয়েছেন।
বড়খাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।