alt

news » bangladesh

প্রতিদিনই নতুন চুরির আতঙ্ক, অভিযোগ দিতে গেলে বিরক্ত হন ওসি

প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ) : সোমবার, ২৫ আগস্ট ২০২৫

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

বর্তমানে চুরির আতঙ্কে রয়েছে নওগাঁর বদলগাছী উপজেলাবাসী। এই উপজেলায় হঠাৎ করেই বেড়েই চলছে চুরির ঘটনা। চোরেরা সুযোগ বুঝে এক রাতেই ৩-৪টি জায়গায় চুরি করছে অনায়াসে।

সর্বশেষ গত শুক্রবার ২৩ আগস্ট দিবাগত রাতে উপজেলা পরিষদসংলগ্ন সরকারি খাদ্যগুদামের সামনে রিয়াদ ট্রেডার্স নামের একটি ফিডের দোকানে চুরি করতে এসে এক চোর জনতার হাতে আটক হয়। তার দেয়া তথ্যমতে আরও ৩ চোরকে আটক করে থানা পুলিশ।

চোর ও চুরির তথ্য ওসিকে জানালেও কোনো ব্যবস্থা নেন না, অভিযোগ ভুক্তভোগীর

মোটরসাইকেল চুরির জিডি করতে গেলে ভুক্তভোগীকে ওসি বলেন, টাকা আর গাড়ি একই জিনিস, গাড়ি বাড়ির বাইরে রাখলেন কেন

উপজেলার বিভিন্ন এলাকায় গত এক মাসে ৩৫টি চুরির ঘটনা ঘটেছে

এর আগে গত বুধবার একই রাতে তিনটি দোকান ও একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। আর এভাবেই গত এক মাসে উপজেলার বিভিন্ন এলাকায় ৩৫টি চুরির ঘটনা ঘটেছে।

এসব চুরি আবার বেশি হচ্ছে উপজেলার প্রাণকেন্দ্র বাজারের দোকানপাট থেকে। এছাড়া বাদ যাচ্ছে না গ্রামীণ বাড়িঘর। এ অবস্থায় নিরাপত্তায়হীনতায় আর হতাশায় দিন কাটছে উপজেলার মানুষের। দেখা দিয়েছে নতুন চুরির আতঙ্ক।

স্থানীয়রা বলছেন, থানা পুলিশ চুরির মালামাল উদ্ধার ও চোরদের আটক না করায় বেপরোয়া হয়ে উঠছে তারা। আবার হঠাৎ করে চুরি বেড়ে যাওয়ার কারণ হিসেবে অনেকে বলছেন, নেশার টাকা জোগাড় ও পুলিশের কঠোর পদক্ষেপের অভাব।

আর থানা পুলিশ বলছে, চুরির রহস্য উদ্ঘাটনসহ চোরকে ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।

প্রতিনিয়ত কারও না কারও মূল্যবান জিনিসপত্র চুরি করছে চোরেরা। কখনও কারও বাড়ির গরু-ছাগল, কখনও গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি, আবার পাওয়া যাচ্ছে বেশিরভাগ দোকান চুরির খবর। আবার বাড়ির গেট থেকে মোটরসাইকেল চুরি করে নিয়ে যাচ্ছে চোরেরা। যেন চোরদের চুরির নিরাপদ উপজেলায় পরিণত হয়েছে এই বদলগাছী।

এখন চায়ের দোকান মুখর হয় চুরির খবরে। পুলিশ যেন নির্বিকার, কোনোভাবেই চুরি ঠেকানো যাচ্ছে না। করতে পারছে না রহস্য উদ্ঘাটন। তাই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন ভুক্তভোগীরা।

জানা যায়, গত ২০ আগস্ট একই রাতে উপজেলার বাসস্ট্যান্ডসংলগ্ন শরিফুলের মুদিদোকান, উপজেলার মোড়ে সোহাগের চায়ের দোকান, হাটখলা বাজার এলাকায় মাসুদের মুদিদোকান এবং হটাৎপাড়া এলাকার মজিদুলের বাড়ির ওয়াটার পাম্প চুরি হয়।

এর আগে গত ১০ আগস্ট রাতে বাজার এলাকার সবচেয়ে বড় মুদিদোকান লিটন ভ্যারাইটি স্টোরের ইটের ১০ ইঞ্চি দেয়াল ভেঙে দোকানে চুরি। এর দুই দিন পর বাজারের আরেক বড় মুদিদোকান ফারুক স্টোরের উপরের টিন খুলে মালামাল চুরি করে নিয়ে যায় চোরেরা।

এছাড়া গত ৭ আগস্ট সবজি দোকানদার সুমন হোসেন তার পালসার মোটরসাইকেলটি দুপুরে বাড়ির দরজার সামনে রেখে ভাত খাচ্ছিল। পরে এসে দেখে মোটরসাইকেল নেই, চুরি হয়ে গেছে।

গত ২৮ জুলাই উপজেলাসংলগ্ন সরকারি খাদ্যগুদামের সামনে সার্থক ট্রেডার্সের স্বত্বাধিকারী সাংবাদিক সানজাদ রয়েল সাগরের সিনজেনটা দোকানের ইটের দেয়াল ভেঙে মালামাল চুরি হয়।

এর ৩-৪ দিন পর মথুরাপুর ইউপির সদস্য পরিমল চন্দ্রের বাড়ির লোহার গ্রিল কেটে মোটরসাইকেল ও গরু চুরির ঘটনা ঘটে।

এভাবেই গত এক মাসে উপজেলার বিভিন্ন জায়গায় অন্তত ৩৫টি চুরির ঘটনা ঘটেছে। এরমধ্যে সবচেয়ে বেশি চুরি হয়েছে উপজেলার মোড় ও বাজার এলাকায়।

ভুক্তভোগী ব্যবসায়ী সানজাদ রয়েল সাগর ক্ষোভের সঙ্গে বলেন, ‘দোকান ভেঙে নগদ টাকা আর মালামাল নিয়ে গেছে। এখন পর্যন্ত পুলিশ আমার চুরি হওয়া মালামাল উদ্ধার করতে পারেনি। পুলিশ তো গভীর ঘুমে বিভোর। দেখি কবে পুলিশের ঘুম ভাঙে।’ তিনি আরও বলেন, চোর ও চুরির কিছু তথ্য ওসিকে জানালেও তিনি অভিযান দেন না। ঊর্ধ্বতন কর্মকর্তার দোহায় দেন। আরেক ভুক্তভোগী সবজি ও মুদি ব্যবসায়ী সুমন হোসেন বলেন, ‘আমার মোটরসাইকেল চুরি হওয়ার পর থানায় গিয়েছি জিডি করার জন্য। পুলিশ জিডি না নিয়ে অভিযোগ দিতে বলে। সেই মোতাবেক অভিযোগ লিখে আমি ওসির কাছে জমা দিতে গেলে ওসি আমাকে বলেন, ‘আপনার কাছে যদি এক লাখ টাকা থাকে বাইরে রাখবেন, টাকা আর গাড়ি একই জিনিস। গাড়ি বাড়ির বাইরে রাখলেন কেন? এখন চুরি হয়েছে সব দোষ পুলিশের হবে।’

মুদি ব্যবসায়ী শরিফুল হোসেন বলেন, ‘যেভাবে দিনের পর দিন চুরি হচ্ছে, এভাবে চলতে থাকলে আমরা কীভাবে ব্যবসা করবো।’ বারবার চুরির ঘটনায় জনমনে ক্ষোভ জমছে। মানুষ প্রশ্ন তুলছে চোরদের লাগাম টানবে কে? এভাবে চলতে থাকলে বদলগাছীর শান্ত পরিবেশ নষ্ট হয়ে যাবে। কোনো কোনো গ্রামে চুরির ভয়ে মানুষ নিশ্চিন্তে ঘুমাতেও পারছে না। কেউ ঘুমাচ্ছে ঘরের উঠানে আবার কেউ টর্চ লাইট হাতে পাহারা দেন। বর্তমানে চোরের ভয়ে অস্থির জনজীবন।

সার্বিক বিষয়ে জানতে চাইলে বদলগাছী থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান বলেন, চুরির ঘটনায় একটি মামলা হয়েছে, আমরা চোরকে ধরতে কাজ করছি। এখন পর্যন্ত কোনো চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন বা চুরি যাওয়া মালামাল উদ্ধার হয়েছে কি- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মালামাল উদ্ধার হয়নি, তবে আমরা আশাবাদী চোরসহ চুরি হওয়া মালামাল উদ্ধার হবে খুব নিকটে। চারজন চোরকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। সবজি ব্যবসায়ী সুমন হোসেনের মন্তব্যের বিষয়ে তিনি বলেন, এ ধরনের মন্তব্য করেছি কিনা তা আমার জানা নেই। সেটা বলার কোনো সুযোগ নেই। তবে মূল্যবান জিনিস নিজেকেই সেফটি দিতে হবে।

তিনি আরও বলেন, নেশাখোরদের চুরির বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। তবে তারা চুরি করতেই পারে। আর উপজেলায় চুরির বিষয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছি। চুরি রোধে আমরা প্যাট্রোল ডিউটি বৃদ্ধি করেছি।

নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফারজানা আক্তার বলেন, ‘এতগুলো চুরির তথ্য আমাদের কাছে নাই। তবে ওসি বদলগাছীর সঙ্গে কথা বলে এ বিষয়ে আপনাকে জানাতে পারবো’।

ছবি

ত্রিশালে গণপিটুনিতে যুবক নিহত

ছবি

সিলেটে আলী আমজাদের ঘড়িঘরের অখণ্ডতা রক্ষার আহ্বান

ছবি

রোহিঙ্গাদের সমাবেশ: ‘গণহত্যার’ বিচার দাবি, দেশে ফেরার আকুতি

ছবি

ডেঙ্গু: আক্রান্ত ছাড়িয়েছে ২৯ হাজার

ছবি

পানি সংকট: ৫০ ইউনিয়ন ও এক পৌরসভা ‘অতি বিপদে’

ছবি

জুলাই-আগস্ট: ৪৯৩ জন এক চোখ হারিয়েছেন, ট্রাইব্যুনালে চিকিৎসক

ছবি

ভবদহের দুঃখের ঢেউ যশোরের রামনগর-চাঁচড়ায়, ভোগান্তি চরমে পানিবন্দীদের

ছবি

আলুর দরপতন: কৃষক হারাচ্ছেন পুঁজি, কেজিতে ৪ টাকার বেশি লোকসান

ছবি

আরাকান আর্মির ধাওয়ায় নাফ নদে ট্রলারডুবি, সাত জেলে প্রাণে বাঁচলেন সাঁতরে

ছবি

রোহিঙ্গা সংকট: আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার

ছবি

সেতুর কাজ ফেলে লাপাত্তা ঠিকাদার ভোগান্তিতে ২০ গ্রামের বাসিন্দা

ছবি

ভৈরবে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ১০

ছবি

সিদ্ধিরগঞ্জে কম্প্রেসার বিস্ফোরণে ৯ দগ্ধের ১ জনের মৃত্যু

ছবি

আলফাডাঙ্গা উপজেলা হাসপাতাল চলে ৯ জন চিকিৎসক দিয়ে

ছবি

লালমনিরহাটে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

ছবি

হিলি স্থলবন্দরের পানামাপোর্টের ভেতরে পণ্যবাহী ট্রাকে আগুন

ছবি

সিরাজগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা করল স্বামী

ছবি

গোপালগঞ্জে পাওনা ২০ টাকা নিয়ে বাকবিতণ্ডা

ছবি

জরাজীর্ণ ভবনে চলছে মধুপুরে বন গবেষণা কেন্দ্রের অফিস

ছবি

জয়পুরহাট পৌরসভায় হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

ছবি

সৈকতে নারী পর্যটকের আপত্তিকর ভিডিও ধারণে টিকটকার গ্রেপ্তার

ছবি

কাঁচা মরিচের ভাল দাম পেয়ে কৃষকের মুখে হাসি

ছবি

শাহজাদপুরে কলেজ ছাত্র সাব্বির হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন কারাদন্ড

ছবি

হালদার মোহনা থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট

ছবি

হিলি বন্দরে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৮-১০ টাকা

ছবি

কোমলমতি শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়েই চলছে ঝুঁকিপূর্ন ভবনে পাঠদান

ছবি

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

ছবি

‘সার কেলাঙ্কারিতে’ জিল বাংলা সুগার মিল

ছবি

ঝিনাইগাতীতে ১২ বছর ধরে সংস্কারহীন সড়ক, চরম ভোগান্তিতে এলাকাবাসী

ছবি

নড়াইলে পুকুরে ভাইবোনের মৃত্যু

ছবি

চাঁদপুরে ২ কেজি ২০০ গ্রামের রাজা ইলিশ বিক্রি দুই লাখ বিশ হাজার টাকা মণ দরে

ছবি

চরাঞ্চলে বাড়ছে প্রাথমিকে ঝরে পড়া শিক্ষার্থী

ছবি

ট্রলারসহ আরও ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

ছবি

নড়াইলে জুলাই গণঅভ্যুত্থানে নিহত পরিবারের মাঝে উপহারসামগ্রী প্রদান

ছবি

মোংলার নিখোঁজ জাহাজের ক্রু রাব্বির মৃতদেহ উদ্ধার

ছবি

নানা কর্মসূচির মধ্য দিয়ে পবিপ্রবিতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

tab

news » bangladesh

প্রতিদিনই নতুন চুরির আতঙ্ক, অভিযোগ দিতে গেলে বিরক্ত হন ওসি

প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

সোমবার, ২৫ আগস্ট ২০২৫

বর্তমানে চুরির আতঙ্কে রয়েছে নওগাঁর বদলগাছী উপজেলাবাসী। এই উপজেলায় হঠাৎ করেই বেড়েই চলছে চুরির ঘটনা। চোরেরা সুযোগ বুঝে এক রাতেই ৩-৪টি জায়গায় চুরি করছে অনায়াসে।

সর্বশেষ গত শুক্রবার ২৩ আগস্ট দিবাগত রাতে উপজেলা পরিষদসংলগ্ন সরকারি খাদ্যগুদামের সামনে রিয়াদ ট্রেডার্স নামের একটি ফিডের দোকানে চুরি করতে এসে এক চোর জনতার হাতে আটক হয়। তার দেয়া তথ্যমতে আরও ৩ চোরকে আটক করে থানা পুলিশ।

চোর ও চুরির তথ্য ওসিকে জানালেও কোনো ব্যবস্থা নেন না, অভিযোগ ভুক্তভোগীর

মোটরসাইকেল চুরির জিডি করতে গেলে ভুক্তভোগীকে ওসি বলেন, টাকা আর গাড়ি একই জিনিস, গাড়ি বাড়ির বাইরে রাখলেন কেন

উপজেলার বিভিন্ন এলাকায় গত এক মাসে ৩৫টি চুরির ঘটনা ঘটেছে

এর আগে গত বুধবার একই রাতে তিনটি দোকান ও একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। আর এভাবেই গত এক মাসে উপজেলার বিভিন্ন এলাকায় ৩৫টি চুরির ঘটনা ঘটেছে।

এসব চুরি আবার বেশি হচ্ছে উপজেলার প্রাণকেন্দ্র বাজারের দোকানপাট থেকে। এছাড়া বাদ যাচ্ছে না গ্রামীণ বাড়িঘর। এ অবস্থায় নিরাপত্তায়হীনতায় আর হতাশায় দিন কাটছে উপজেলার মানুষের। দেখা দিয়েছে নতুন চুরির আতঙ্ক।

স্থানীয়রা বলছেন, থানা পুলিশ চুরির মালামাল উদ্ধার ও চোরদের আটক না করায় বেপরোয়া হয়ে উঠছে তারা। আবার হঠাৎ করে চুরি বেড়ে যাওয়ার কারণ হিসেবে অনেকে বলছেন, নেশার টাকা জোগাড় ও পুলিশের কঠোর পদক্ষেপের অভাব।

আর থানা পুলিশ বলছে, চুরির রহস্য উদ্ঘাটনসহ চোরকে ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।

প্রতিনিয়ত কারও না কারও মূল্যবান জিনিসপত্র চুরি করছে চোরেরা। কখনও কারও বাড়ির গরু-ছাগল, কখনও গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি, আবার পাওয়া যাচ্ছে বেশিরভাগ দোকান চুরির খবর। আবার বাড়ির গেট থেকে মোটরসাইকেল চুরি করে নিয়ে যাচ্ছে চোরেরা। যেন চোরদের চুরির নিরাপদ উপজেলায় পরিণত হয়েছে এই বদলগাছী।

এখন চায়ের দোকান মুখর হয় চুরির খবরে। পুলিশ যেন নির্বিকার, কোনোভাবেই চুরি ঠেকানো যাচ্ছে না। করতে পারছে না রহস্য উদ্ঘাটন। তাই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন ভুক্তভোগীরা।

জানা যায়, গত ২০ আগস্ট একই রাতে উপজেলার বাসস্ট্যান্ডসংলগ্ন শরিফুলের মুদিদোকান, উপজেলার মোড়ে সোহাগের চায়ের দোকান, হাটখলা বাজার এলাকায় মাসুদের মুদিদোকান এবং হটাৎপাড়া এলাকার মজিদুলের বাড়ির ওয়াটার পাম্প চুরি হয়।

এর আগে গত ১০ আগস্ট রাতে বাজার এলাকার সবচেয়ে বড় মুদিদোকান লিটন ভ্যারাইটি স্টোরের ইটের ১০ ইঞ্চি দেয়াল ভেঙে দোকানে চুরি। এর দুই দিন পর বাজারের আরেক বড় মুদিদোকান ফারুক স্টোরের উপরের টিন খুলে মালামাল চুরি করে নিয়ে যায় চোরেরা।

এছাড়া গত ৭ আগস্ট সবজি দোকানদার সুমন হোসেন তার পালসার মোটরসাইকেলটি দুপুরে বাড়ির দরজার সামনে রেখে ভাত খাচ্ছিল। পরে এসে দেখে মোটরসাইকেল নেই, চুরি হয়ে গেছে।

গত ২৮ জুলাই উপজেলাসংলগ্ন সরকারি খাদ্যগুদামের সামনে সার্থক ট্রেডার্সের স্বত্বাধিকারী সাংবাদিক সানজাদ রয়েল সাগরের সিনজেনটা দোকানের ইটের দেয়াল ভেঙে মালামাল চুরি হয়।

এর ৩-৪ দিন পর মথুরাপুর ইউপির সদস্য পরিমল চন্দ্রের বাড়ির লোহার গ্রিল কেটে মোটরসাইকেল ও গরু চুরির ঘটনা ঘটে।

এভাবেই গত এক মাসে উপজেলার বিভিন্ন জায়গায় অন্তত ৩৫টি চুরির ঘটনা ঘটেছে। এরমধ্যে সবচেয়ে বেশি চুরি হয়েছে উপজেলার মোড় ও বাজার এলাকায়।

ভুক্তভোগী ব্যবসায়ী সানজাদ রয়েল সাগর ক্ষোভের সঙ্গে বলেন, ‘দোকান ভেঙে নগদ টাকা আর মালামাল নিয়ে গেছে। এখন পর্যন্ত পুলিশ আমার চুরি হওয়া মালামাল উদ্ধার করতে পারেনি। পুলিশ তো গভীর ঘুমে বিভোর। দেখি কবে পুলিশের ঘুম ভাঙে।’ তিনি আরও বলেন, চোর ও চুরির কিছু তথ্য ওসিকে জানালেও তিনি অভিযান দেন না। ঊর্ধ্বতন কর্মকর্তার দোহায় দেন। আরেক ভুক্তভোগী সবজি ও মুদি ব্যবসায়ী সুমন হোসেন বলেন, ‘আমার মোটরসাইকেল চুরি হওয়ার পর থানায় গিয়েছি জিডি করার জন্য। পুলিশ জিডি না নিয়ে অভিযোগ দিতে বলে। সেই মোতাবেক অভিযোগ লিখে আমি ওসির কাছে জমা দিতে গেলে ওসি আমাকে বলেন, ‘আপনার কাছে যদি এক লাখ টাকা থাকে বাইরে রাখবেন, টাকা আর গাড়ি একই জিনিস। গাড়ি বাড়ির বাইরে রাখলেন কেন? এখন চুরি হয়েছে সব দোষ পুলিশের হবে।’

মুদি ব্যবসায়ী শরিফুল হোসেন বলেন, ‘যেভাবে দিনের পর দিন চুরি হচ্ছে, এভাবে চলতে থাকলে আমরা কীভাবে ব্যবসা করবো।’ বারবার চুরির ঘটনায় জনমনে ক্ষোভ জমছে। মানুষ প্রশ্ন তুলছে চোরদের লাগাম টানবে কে? এভাবে চলতে থাকলে বদলগাছীর শান্ত পরিবেশ নষ্ট হয়ে যাবে। কোনো কোনো গ্রামে চুরির ভয়ে মানুষ নিশ্চিন্তে ঘুমাতেও পারছে না। কেউ ঘুমাচ্ছে ঘরের উঠানে আবার কেউ টর্চ লাইট হাতে পাহারা দেন। বর্তমানে চোরের ভয়ে অস্থির জনজীবন।

সার্বিক বিষয়ে জানতে চাইলে বদলগাছী থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান বলেন, চুরির ঘটনায় একটি মামলা হয়েছে, আমরা চোরকে ধরতে কাজ করছি। এখন পর্যন্ত কোনো চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন বা চুরি যাওয়া মালামাল উদ্ধার হয়েছে কি- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মালামাল উদ্ধার হয়নি, তবে আমরা আশাবাদী চোরসহ চুরি হওয়া মালামাল উদ্ধার হবে খুব নিকটে। চারজন চোরকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। সবজি ব্যবসায়ী সুমন হোসেনের মন্তব্যের বিষয়ে তিনি বলেন, এ ধরনের মন্তব্য করেছি কিনা তা আমার জানা নেই। সেটা বলার কোনো সুযোগ নেই। তবে মূল্যবান জিনিস নিজেকেই সেফটি দিতে হবে।

তিনি আরও বলেন, নেশাখোরদের চুরির বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। তবে তারা চুরি করতেই পারে। আর উপজেলায় চুরির বিষয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছি। চুরি রোধে আমরা প্যাট্রোল ডিউটি বৃদ্ধি করেছি।

নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফারজানা আক্তার বলেন, ‘এতগুলো চুরির তথ্য আমাদের কাছে নাই। তবে ওসি বদলগাছীর সঙ্গে কথা বলে এ বিষয়ে আপনাকে জানাতে পারবো’।

back to top