মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে ডাকাত দলের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামসংলগ্ন নদী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ বলেন, পিয়াসের নেতৃত্বে পাঁচ-ছয়টি ট্রলার নিয়ে অন্তত ৩০ থেকে ৩৫ জন ডাকাত টহল পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় তারা চার-পাঁচটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। পাল্টা পুলিশও গুলি চালায়। পুলিশের পক্ষ থেকে প্রায় ২৪ রাউন্ড গুলি ছোড়া হয়। তবে কোনো পুলিশ সদস্য আহত হননি। ডাকাতদের মধ্যে কেউ আহত হয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার জানান, নৌ-ডাকাতরা সম্ভবত চাঁদাবাজির উদ্দেশ্যে নদীতে নামে। কিন্তু পুলিশের উপস্থিতির কারণে তারা কোনো সুবিধা করতে পারেনি। উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হলেও হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে ডাকাত দলের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামসংলগ্ন নদী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ বলেন, পিয়াসের নেতৃত্বে পাঁচ-ছয়টি ট্রলার নিয়ে অন্তত ৩০ থেকে ৩৫ জন ডাকাত টহল পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় তারা চার-পাঁচটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। পাল্টা পুলিশও গুলি চালায়। পুলিশের পক্ষ থেকে প্রায় ২৪ রাউন্ড গুলি ছোড়া হয়। তবে কোনো পুলিশ সদস্য আহত হননি। ডাকাতদের মধ্যে কেউ আহত হয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার জানান, নৌ-ডাকাতরা সম্ভবত চাঁদাবাজির উদ্দেশ্যে নদীতে নামে। কিন্তু পুলিশের উপস্থিতির কারণে তারা কোনো সুবিধা করতে পারেনি। উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হলেও হতাহতের খবর পাওয়া যায়নি।