ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
নোয়াখালীতে বিশ্ব পানি সপ্তাহ ২০২৫ উপলক্ষে সকল মানুষের জন্য নিরাপদ পানির দাবিতে ‘রান ফর এভরি ড্রপ’ শীর্ষক তরুণদের ম্যারাথন প্রতিযোগিতা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। তরুণ সংগঠন এসএইচবিও, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এবং অ্যাকশন এইড বাংলাদেশ এ ম্যারাথনের আয়োজন করেন। পরে এক পথসভায় মিলিত হয় তারা। গতকাল সোমবার সকাল ৬টায় জেলার সোনাপুর-চৌরাস্তা প্রধান সড়কের সোনাপুর জিরো পয়েন্ট থেকে মাইজদী বাজার হয়ে শহিদ ভুলু স্টেডিয়ামে গিয়ে শেষ হয় এ ম্যারাথন। এ সময় আয়োজকরা জানান, দেশের উপকূলীয় জেলার অন্যতম নোয়াখালী ক্রমবর্ধমান লবণাক্ততা, ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস এবং ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসের কারণে তীব্র পানির সংকটে ভুগছে। বিশ্ব পানি দিবস উপলক্ষে সকল নাগরিকের জন্য সুপেয় পানি নিশ্চিত করা, সুপেয় পানির বাণিজ্যিকীকরণ বন্ধ করা, জলবায়ু অভিযোজনের ক্ষেত্রে স্থানীয় উপকরণ ও কৌশল ব্যবহার করে পানির প্রাপ্যতা নিশ্চিত করার দাবি জানান তারা।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
নোয়াখালীতে বিশ্ব পানি সপ্তাহ ২০২৫ উপলক্ষে সকল মানুষের জন্য নিরাপদ পানির দাবিতে ‘রান ফর এভরি ড্রপ’ শীর্ষক তরুণদের ম্যারাথন প্রতিযোগিতা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। তরুণ সংগঠন এসএইচবিও, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এবং অ্যাকশন এইড বাংলাদেশ এ ম্যারাথনের আয়োজন করেন। পরে এক পথসভায় মিলিত হয় তারা। গতকাল সোমবার সকাল ৬টায় জেলার সোনাপুর-চৌরাস্তা প্রধান সড়কের সোনাপুর জিরো পয়েন্ট থেকে মাইজদী বাজার হয়ে শহিদ ভুলু স্টেডিয়ামে গিয়ে শেষ হয় এ ম্যারাথন। এ সময় আয়োজকরা জানান, দেশের উপকূলীয় জেলার অন্যতম নোয়াখালী ক্রমবর্ধমান লবণাক্ততা, ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস এবং ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসের কারণে তীব্র পানির সংকটে ভুগছে। বিশ্ব পানি দিবস উপলক্ষে সকল নাগরিকের জন্য সুপেয় পানি নিশ্চিত করা, সুপেয় পানির বাণিজ্যিকীকরণ বন্ধ করা, জলবায়ু অভিযোজনের ক্ষেত্রে স্থানীয় উপকরণ ও কৌশল ব্যবহার করে পানির প্রাপ্যতা নিশ্চিত করার দাবি জানান তারা।