ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
মিয়ানমার সীমান্তে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার রাতে হোয়াইক্যং বিওপি’র কাছে সীমান্ত এলাকায় এই অভিযান চালানো হয়। তবে, পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন পিএসসি জানান, গতকাল সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় অবস্থান নেয়।
রাত প্রায় ৮টার দিকে মিয়ানমারের দিক থেকে তিনজন সন্দেহভাজন ব্যক্তি নাফ নদী সাঁতরে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের লক্ষ্য করে এগিয়ে যায়।
এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পালানোর সময় এক চোরাকারবারী একটি প্যাকেট কেওড়া বাগানে ছুড়ে মারে। পরে ঘটনাস্থল তল্লাশি করে একটি সাদা প্যাকেটের ভেতর থেকে আরও দুটি বায়ুরোধী প্যাকেট উদ্ধার করা হয়, যাতে মোট ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
মিয়ানমার সীমান্তে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার রাতে হোয়াইক্যং বিওপি’র কাছে সীমান্ত এলাকায় এই অভিযান চালানো হয়। তবে, পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন পিএসসি জানান, গতকাল সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় অবস্থান নেয়।
রাত প্রায় ৮টার দিকে মিয়ানমারের দিক থেকে তিনজন সন্দেহভাজন ব্যক্তি নাফ নদী সাঁতরে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের লক্ষ্য করে এগিয়ে যায়।
এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পালানোর সময় এক চোরাকারবারী একটি প্যাকেট কেওড়া বাগানে ছুড়ে মারে। পরে ঘটনাস্থল তল্লাশি করে একটি সাদা প্যাকেটের ভেতর থেকে আরও দুটি বায়ুরোধী প্যাকেট উদ্ধার করা হয়, যাতে মোট ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।