চট্টগ্রামের বোয়ালখালীতে প্রশাসনের পৃথক অভিযানে ১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে উপজেলার অলি বেকারি এলাকায় ও কানুনগো পাড়া এলাকায় পৃথকভাবে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ এবং সহকারী কমিশনার (ভুমি) কানিজ ফাতেমা।
এসময় উপজেলার অলি বেকারি এলাকার রেসিডেন্স ভবনের দ্বিতীয় তলায় কক্ষ ভাড়া নিয়ে
অনুমোদন ও নিবন্ধন ছাড়াই বিধিবহির্ভূতভাবে প্রসূতিদের চিকিৎসা সেবা দেওয়ায় মরিয়ম নূর দাতব্য চিকিৎসা কেন্দ্রের রোকেয়া বেগমকে (৪৮) এক লাখ টাকা অর্থদ- প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে প্রতিষ্ঠান পরিচালনার অনুমতি না পাওয়া পর্যন্ত এই ধরণের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ। অভিযানে আদালতকে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি ও তার মেডিকেল টিম ও বোয়ালখালী ওসি মুহাম্মদ লুৎফুর রহমান ও থানা পুলিশের একটি দল। এদিকে কানুনগো পাড়া এলাকায় বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় ও জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ায় তিন ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।
তিনি বলেন, বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিজাত পণ্য উৎপাদন করায় মিলন সুইটসের সুমন চৌধুরীকে ১০ হাজার টাকা, ভাই ভাই বেকারির মো. আলী আকবরকে ১০ হাজার টাকা এবং জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ায় শাহ আমানত অয়েল এজেন্সির আকতারুল আলমকে ৩ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়েছে। এসময় চট্টগ্রাম বিএসটিআইয়ের ফিল্ড অফিসার জেরিন তাসনিম ও মেট্রোলজি পরীক্ষক প্রিময় মজকুরী জয় উপস্থিত ছিলেন।
মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
চট্টগ্রামের বোয়ালখালীতে প্রশাসনের পৃথক অভিযানে ১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে উপজেলার অলি বেকারি এলাকায় ও কানুনগো পাড়া এলাকায় পৃথকভাবে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ এবং সহকারী কমিশনার (ভুমি) কানিজ ফাতেমা।
এসময় উপজেলার অলি বেকারি এলাকার রেসিডেন্স ভবনের দ্বিতীয় তলায় কক্ষ ভাড়া নিয়ে
অনুমোদন ও নিবন্ধন ছাড়াই বিধিবহির্ভূতভাবে প্রসূতিদের চিকিৎসা সেবা দেওয়ায় মরিয়ম নূর দাতব্য চিকিৎসা কেন্দ্রের রোকেয়া বেগমকে (৪৮) এক লাখ টাকা অর্থদ- প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে প্রতিষ্ঠান পরিচালনার অনুমতি না পাওয়া পর্যন্ত এই ধরণের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ। অভিযানে আদালতকে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি ও তার মেডিকেল টিম ও বোয়ালখালী ওসি মুহাম্মদ লুৎফুর রহমান ও থানা পুলিশের একটি দল। এদিকে কানুনগো পাড়া এলাকায় বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় ও জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ায় তিন ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।
তিনি বলেন, বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিজাত পণ্য উৎপাদন করায় মিলন সুইটসের সুমন চৌধুরীকে ১০ হাজার টাকা, ভাই ভাই বেকারির মো. আলী আকবরকে ১০ হাজার টাকা এবং জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ায় শাহ আমানত অয়েল এজেন্সির আকতারুল আলমকে ৩ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়েছে। এসময় চট্টগ্রাম বিএসটিআইয়ের ফিল্ড অফিসার জেরিন তাসনিম ও মেট্রোলজি পরীক্ষক প্রিময় মজকুরী জয় উপস্থিত ছিলেন।