শামীম ওমাসন মজিবুর ইয়াছিনসহ অভিযুক্ত ১৪
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা একটি হত্যা মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক ইয়াছিনসহ ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নারায়ণগঞ্জের আমলি আদালতে গতকাল মঙ্গলবার বিকালে পিবিআই পরিদর্শক আলমগীর হোসাইন অভিযোগপত্রটি দাখিল করেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান। সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা ২৮টি হত্যার মামলার মধ্যে এটিই প্রথম জুলাই হত্যা মামলার যার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে।
অভিযোগপত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, তার ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, শামীম ওসমানের অনুসারী সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি, শাহজালাল বাদল ও ওমর ফারুক, সিদ্ধিরগঞ্জের আশরাফ, ইয়াসিন আরাফাত রাসেল ও আবু বকর সিদ্দিক ওরফে আবুলকে আসামি করা হয়েছে। এদের মধ্যে ১২ জন হত্যা মামলাটির এজাহারনামীয় আসামি ছিলেন।
আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান জানান, গত বছরের ২১ জুলাই আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জের শিমরাইলে গুলিবিদ্ধ হয়ে মারা যান রিকশাচালক আব্দুল লতিফ (৪০)। এ ঘটনায় ৯ সেপ্টেম্বর তার বাবা মো. নেজাবুদ্দিন সিদ্ধিরগঞ্জ থানায় ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এজাহারনামীয় ১২ আসামির পাশাপাশি ওমর ফারুক ও শাহজালাল বাদলকে অভিযুক্ত করা হয়েছে। আসামিদের মধ্যে মতিউর রহমান ও ইয়াসিন আরাফাত রাসেল কারাগারে। বাকিরা পলাতক। এ হত্যা মামলার পরবর্তী শুনানি ২৪ সেপ্টেম্বর বলে জানান তিনি।
শামীম ওমাসন মজিবুর ইয়াছিনসহ অভিযুক্ত ১৪
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বুধবার, ২৭ আগস্ট ২০২৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা একটি হত্যা মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক ইয়াছিনসহ ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নারায়ণগঞ্জের আমলি আদালতে গতকাল মঙ্গলবার বিকালে পিবিআই পরিদর্শক আলমগীর হোসাইন অভিযোগপত্রটি দাখিল করেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান। সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা ২৮টি হত্যার মামলার মধ্যে এটিই প্রথম জুলাই হত্যা মামলার যার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে।
অভিযোগপত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, তার ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, শামীম ওসমানের অনুসারী সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি, শাহজালাল বাদল ও ওমর ফারুক, সিদ্ধিরগঞ্জের আশরাফ, ইয়াসিন আরাফাত রাসেল ও আবু বকর সিদ্দিক ওরফে আবুলকে আসামি করা হয়েছে। এদের মধ্যে ১২ জন হত্যা মামলাটির এজাহারনামীয় আসামি ছিলেন।
আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান জানান, গত বছরের ২১ জুলাই আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জের শিমরাইলে গুলিবিদ্ধ হয়ে মারা যান রিকশাচালক আব্দুল লতিফ (৪০)। এ ঘটনায় ৯ সেপ্টেম্বর তার বাবা মো. নেজাবুদ্দিন সিদ্ধিরগঞ্জ থানায় ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এজাহারনামীয় ১২ আসামির পাশাপাশি ওমর ফারুক ও শাহজালাল বাদলকে অভিযুক্ত করা হয়েছে। আসামিদের মধ্যে মতিউর রহমান ও ইয়াসিন আরাফাত রাসেল কারাগারে। বাকিরা পলাতক। এ হত্যা মামলার পরবর্তী শুনানি ২৪ সেপ্টেম্বর বলে জানান তিনি।