ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য চলমান মানবিক সহায়তা কার্যক্রম সরেজমিনে দেখতে কক্সবাজারের উখিয়ার বিভিন্ন শিবির ঘুরে দেখেছেন বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থা ও নাগরিক সমাজের প্রতিনিধি দল।
গতকাল মঙ্গলবার সকালে মধুরছড়া চেকপোস্টে পৌঁছলে নিরাপত্তা বাহিনী প্রতিনিধি দলকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায়। পরে তারা দুটি দলে বিভক্ত হয়ে ক্যাম্প-৪ এর ই-ভাউচার শপ, লিভলিহুড স্কিল ডেভেলপমেন্ট সেন্টার এবং বালুখালি ফ্রেন্ডশিপ হাসপাতাল পরিদর্শন করেন। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডঋচ) ও এনজিও কর্মকর্তারা এ সময় আধুনিক খাদ্য বিতরণ, স্বাস্থ্যসেবা ও দক্ষতা উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন করেন।
পরিদর্শনে জাতিসংঘ, এশীয় উন্নয়ন ব্যাংক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিভিন্ন দেশের দূতাবাস, মানবাধিকার সংগঠন ও রোহিঙ্গা নেতৃত্বের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন জানান, প্রতিনিধি দল সফরকালে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটেনি।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এই উচ্চপর্যায়ের পরিদর্শন রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশ সরকারের মানবিক উদ্যোগে বৈশ্বিক সমর্থনকে আরও শক্তিশালী করবে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বুধবার, ২৭ আগস্ট ২০২৫
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য চলমান মানবিক সহায়তা কার্যক্রম সরেজমিনে দেখতে কক্সবাজারের উখিয়ার বিভিন্ন শিবির ঘুরে দেখেছেন বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থা ও নাগরিক সমাজের প্রতিনিধি দল।
গতকাল মঙ্গলবার সকালে মধুরছড়া চেকপোস্টে পৌঁছলে নিরাপত্তা বাহিনী প্রতিনিধি দলকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায়। পরে তারা দুটি দলে বিভক্ত হয়ে ক্যাম্প-৪ এর ই-ভাউচার শপ, লিভলিহুড স্কিল ডেভেলপমেন্ট সেন্টার এবং বালুখালি ফ্রেন্ডশিপ হাসপাতাল পরিদর্শন করেন। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডঋচ) ও এনজিও কর্মকর্তারা এ সময় আধুনিক খাদ্য বিতরণ, স্বাস্থ্যসেবা ও দক্ষতা উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন করেন।
পরিদর্শনে জাতিসংঘ, এশীয় উন্নয়ন ব্যাংক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিভিন্ন দেশের দূতাবাস, মানবাধিকার সংগঠন ও রোহিঙ্গা নেতৃত্বের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন জানান, প্রতিনিধি দল সফরকালে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটেনি।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এই উচ্চপর্যায়ের পরিদর্শন রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশ সরকারের মানবিক উদ্যোগে বৈশ্বিক সমর্থনকে আরও শক্তিশালী করবে।