ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) আগামী সেপ্টেম্বর থেকে আয়োজন করতে যাচ্ছে কার্নেগি মেলন রোবোটিকস ট্রেইনিং প্রোগ্রাম। এ প্রোগ্রামে অংশনেয়ার জন্য শিক্ষার্থীদের নিবন্ধন প্রক্রিয়াও শুরু হয়েছে। এ প্রোগ্রাম শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে সহায়তা করবে। ট্রেনিং প্রোগ্রামটি শুরু হবে আগামী ৬ সেপ্টেম্বর। আট সপ্তাহব্যাপী এ প্রোগ্রামে প্রতি শনিবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ৯০ মিনিটের ক্লাস হবে। প্রশিক্ষণ পরিচালনা করবেন আইএসডির হেড অব ডিজাইন ও কার্নেগি মেলন রোবোটিকস অ্যাকাডেমির সার্টিফায়েড ইনস্ট্রাক্টর জর্জ ক্যারিংটন।
গ্রেড ফোর থেকে ফাইভের শিক্ষার্থীরা ১৫ হাজার টাকা ফি দিয়ে বিগিনার লেভেলের লেগো রোবোটিকস প্রোগ্রামে অংশ নিতে পারবে। গ্রেড সিক্স থেকে সেভেনের শিক্ষার্থীরা ২০ হাজার টাকা ফি দিয়ে ইন্টারমিডিয়েট লেভেলের ভেক্স আইকিউ প্রোগ্রামে অংশ নিয়ে কোডিং লজিক, সেন্সর ইনপুট ও সিদ্ধান্ত গ্রহণে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ পাবে। গ্রেড এইট থেকে টেনের জন্য প্রোগ্রামের ফি নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। প্রোগ্রামে শিক্ষার্থীরা অ্যাডভান্সড ইন্টারমিডিয়েট লেভেলের ভেক্স এক্সপি-তে অংশ নিয়ে রিয়েল-টাইম ফিডব্যাক সিস্টেম, অ্যালগরিদমিক চিন্তা ও রোবোটিকসের ব্যবহার সম্পর্কে শেখার সুযোগ পাবে। অন্যদিকে, গ্রেড ইলেভেন থেকে টুয়েলভ গ্রেডের শিক্ষার্থীরা ২৫ হাজার টাকা প্রোগ্রাম ফি দিয়ে অ্যাডভান্সড লেভেলের ভেক্স ভি৫ এবং রেভ রোবোটিক্স প্রোগ্রামে অংশ নিয়ে স্বয়ংক্রিয় সিস্টেম ডিজাইন, ডেটা ফ্লো ও এআই-ভিত্তিক রোবোটিকস নিয়ে প্রয়োজনীয় ধারণা অর্জনের সুযোগ পাবে। আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহীরা https://forms.gle/eJ2hCMr8wUM9GTwm8 ফরম পূরন করে প্রোগ্রামে নিবন্ধন করতে পারবে।
বুধবার, ২৭ আগস্ট ২০২৫
ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) আগামী সেপ্টেম্বর থেকে আয়োজন করতে যাচ্ছে কার্নেগি মেলন রোবোটিকস ট্রেইনিং প্রোগ্রাম। এ প্রোগ্রামে অংশনেয়ার জন্য শিক্ষার্থীদের নিবন্ধন প্রক্রিয়াও শুরু হয়েছে। এ প্রোগ্রাম শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে সহায়তা করবে। ট্রেনিং প্রোগ্রামটি শুরু হবে আগামী ৬ সেপ্টেম্বর। আট সপ্তাহব্যাপী এ প্রোগ্রামে প্রতি শনিবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ৯০ মিনিটের ক্লাস হবে। প্রশিক্ষণ পরিচালনা করবেন আইএসডির হেড অব ডিজাইন ও কার্নেগি মেলন রোবোটিকস অ্যাকাডেমির সার্টিফায়েড ইনস্ট্রাক্টর জর্জ ক্যারিংটন।
গ্রেড ফোর থেকে ফাইভের শিক্ষার্থীরা ১৫ হাজার টাকা ফি দিয়ে বিগিনার লেভেলের লেগো রোবোটিকস প্রোগ্রামে অংশ নিতে পারবে। গ্রেড সিক্স থেকে সেভেনের শিক্ষার্থীরা ২০ হাজার টাকা ফি দিয়ে ইন্টারমিডিয়েট লেভেলের ভেক্স আইকিউ প্রোগ্রামে অংশ নিয়ে কোডিং লজিক, সেন্সর ইনপুট ও সিদ্ধান্ত গ্রহণে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ পাবে। গ্রেড এইট থেকে টেনের জন্য প্রোগ্রামের ফি নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। প্রোগ্রামে শিক্ষার্থীরা অ্যাডভান্সড ইন্টারমিডিয়েট লেভেলের ভেক্স এক্সপি-তে অংশ নিয়ে রিয়েল-টাইম ফিডব্যাক সিস্টেম, অ্যালগরিদমিক চিন্তা ও রোবোটিকসের ব্যবহার সম্পর্কে শেখার সুযোগ পাবে। অন্যদিকে, গ্রেড ইলেভেন থেকে টুয়েলভ গ্রেডের শিক্ষার্থীরা ২৫ হাজার টাকা প্রোগ্রাম ফি দিয়ে অ্যাডভান্সড লেভেলের ভেক্স ভি৫ এবং রেভ রোবোটিক্স প্রোগ্রামে অংশ নিয়ে স্বয়ংক্রিয় সিস্টেম ডিজাইন, ডেটা ফ্লো ও এআই-ভিত্তিক রোবোটিকস নিয়ে প্রয়োজনীয় ধারণা অর্জনের সুযোগ পাবে। আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহীরা https://forms.gle/eJ2hCMr8wUM9GTwm8 ফরম পূরন করে প্রোগ্রামে নিবন্ধন করতে পারবে।