ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
জুলাই আন্দোলন ঘিরে ধানমন্ডি থানার একটি হত্যা মামলায় একজনকে গ্রেপ্তার করে সিআইডি বলছে ওই ব্যক্তি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের একজন সহযোগী। মোস্তাফিজুর রহমান টুটুকে গত সোমবার রাতে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি জানিয়েছে।
গত সোমবার দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি বলছে, গত বছর সেপ্টেম্বর মাসে ধানমন্ডি থানায় দায়ের করা একটি হত্যা মামলার আসামি হলেন টুটু। যে মামলাটি সিআইডি তদন্ত করছে। ‘সমন্বয়ক ফাইয়াজ আহমেদ রাতুল বাদী হয়ে লিখিতভাবে অভিযোগ করলে আদালতের আদেশে ধানমন্ডি থানা এই মামলাটি করে।’
মামলার অভিযোগে বলা হয়েছে, জুলাই আন্দোলনের সময় ধানমন্ডি এলাকায় আব্দুল্লাহ সিদ্দিক নামের একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরবর্তীতে আওয়ামীপন্থি সন্ত্রাসীরা মৃতদেহ গুম করার চেষ্টা করে। এর আগে গত ১৫ মে এবং ১৭ জুন সাবেক মেয়র তাপসের দুই সহযোগী এস এম কামাল হায়দার ও খোরশেদ আলমকে গ্রেপ্তার করার কথা জানিয়েছিল সিআইডি।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বুধবার, ২৭ আগস্ট ২০২৫
জুলাই আন্দোলন ঘিরে ধানমন্ডি থানার একটি হত্যা মামলায় একজনকে গ্রেপ্তার করে সিআইডি বলছে ওই ব্যক্তি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের একজন সহযোগী। মোস্তাফিজুর রহমান টুটুকে গত সোমবার রাতে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি জানিয়েছে।
গত সোমবার দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি বলছে, গত বছর সেপ্টেম্বর মাসে ধানমন্ডি থানায় দায়ের করা একটি হত্যা মামলার আসামি হলেন টুটু। যে মামলাটি সিআইডি তদন্ত করছে। ‘সমন্বয়ক ফাইয়াজ আহমেদ রাতুল বাদী হয়ে লিখিতভাবে অভিযোগ করলে আদালতের আদেশে ধানমন্ডি থানা এই মামলাটি করে।’
মামলার অভিযোগে বলা হয়েছে, জুলাই আন্দোলনের সময় ধানমন্ডি এলাকায় আব্দুল্লাহ সিদ্দিক নামের একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরবর্তীতে আওয়ামীপন্থি সন্ত্রাসীরা মৃতদেহ গুম করার চেষ্টা করে। এর আগে গত ১৫ মে এবং ১৭ জুন সাবেক মেয়র তাপসের দুই সহযোগী এস এম কামাল হায়দার ও খোরশেদ আলমকে গ্রেপ্তার করার কথা জানিয়েছিল সিআইডি।