জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ৪ বালিজুরি ইউনিয়নের বিএনপির নেতা শিপন মিয়ার বিরুদ্ধে পৌর এলাকা চাঁদপুর গ্রামের জিন্নাহ ও তার ৩ ভাইয়ের কয়েক একর জমি দখলের অভিযোগ ওঠেছে।
শিপন এবং তার লোকজন নিয়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জমিতে চাষ করে জমি দখলে নেয়। ঘটনাটি ঘটেছে উপজেলার শুভগাছা এলাকায়। অভিযোগকারী মোহাম্মদ আলী জিন্নাহ জানান, গতকাল বুধবার শিপন তার বাবা আমিনুর তার ভাই রিপন, শিপন, ইব্রাহিম, লিখন ও লোকজন অস্ত্র নিয়ে তাদের পৈতৃকভাবে পাওয়া শুভগাছা মৌজার ১১৬ নং খতিয়ানের ০১ দাগে হাল চাষ করা শুরু করে। এ সময় তারা বিষয়টি শুনতে গেলে তাদের ওপর আক্রমণ শুরু করে এ সময় ভয় পেয়ে তারা দৌড়ে জীবন বাঁচায়।
তারা আরও জানান, এলাকায় ভূমিদস্যু হিসাবে পরিচিত শিপন ও তার বাবা ভাইরা চরাঞ্চলে অনেক নিরীহ কৃষকদের জমি বেদখল করে রেখেছে। তারা চাঁদপুর গ্রামের আজিজ উদ্দিন সরকারের ৬ একর জমি দখল করে জোরপূর্বক চাষবাস করছে, এ ছাড়া গাবের গ্রামের মতিউর রহমান এর ২ একর জমিসহ তাদের কয়েক একর জমি দখল করেছে। শুভগাছা গ্রামের লোকজন জানান, গত বছর থেকে শিপন বেপরোয়াভাবে জমি দখলে নেমেছে। কিছু হলেই থানা পুলিশ দিয়ে চরাঞ্চলের নিরীহ মানুষদের হয়রানি করে। ঘটনার পর গত বুধবার রাতে ভুক্তভোগী জমির মালিকরা থানায় মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছে। তবে মামলা করার আগেই তাদেরকে নানান হুমকি দিচ্ছে বলে জিন্নাহ ও ভাইয়েরা জানান।
এ বিষয়ে শিপন মিয়ার সাথে যোগাযোগ করার জন্য তার মোবাইলে কয়েকবার ফোন দিলে সে রিসিভ না করে কেটে দেন।
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ৪ বালিজুরি ইউনিয়নের বিএনপির নেতা শিপন মিয়ার বিরুদ্ধে পৌর এলাকা চাঁদপুর গ্রামের জিন্নাহ ও তার ৩ ভাইয়ের কয়েক একর জমি দখলের অভিযোগ ওঠেছে।
শিপন এবং তার লোকজন নিয়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জমিতে চাষ করে জমি দখলে নেয়। ঘটনাটি ঘটেছে উপজেলার শুভগাছা এলাকায়। অভিযোগকারী মোহাম্মদ আলী জিন্নাহ জানান, গতকাল বুধবার শিপন তার বাবা আমিনুর তার ভাই রিপন, শিপন, ইব্রাহিম, লিখন ও লোকজন অস্ত্র নিয়ে তাদের পৈতৃকভাবে পাওয়া শুভগাছা মৌজার ১১৬ নং খতিয়ানের ০১ দাগে হাল চাষ করা শুরু করে। এ সময় তারা বিষয়টি শুনতে গেলে তাদের ওপর আক্রমণ শুরু করে এ সময় ভয় পেয়ে তারা দৌড়ে জীবন বাঁচায়।
তারা আরও জানান, এলাকায় ভূমিদস্যু হিসাবে পরিচিত শিপন ও তার বাবা ভাইরা চরাঞ্চলে অনেক নিরীহ কৃষকদের জমি বেদখল করে রেখেছে। তারা চাঁদপুর গ্রামের আজিজ উদ্দিন সরকারের ৬ একর জমি দখল করে জোরপূর্বক চাষবাস করছে, এ ছাড়া গাবের গ্রামের মতিউর রহমান এর ২ একর জমিসহ তাদের কয়েক একর জমি দখল করেছে। শুভগাছা গ্রামের লোকজন জানান, গত বছর থেকে শিপন বেপরোয়াভাবে জমি দখলে নেমেছে। কিছু হলেই থানা পুলিশ দিয়ে চরাঞ্চলের নিরীহ মানুষদের হয়রানি করে। ঘটনার পর গত বুধবার রাতে ভুক্তভোগী জমির মালিকরা থানায় মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছে। তবে মামলা করার আগেই তাদেরকে নানান হুমকি দিচ্ছে বলে জিন্নাহ ও ভাইয়েরা জানান।
এ বিষয়ে শিপন মিয়ার সাথে যোগাযোগ করার জন্য তার মোবাইলে কয়েকবার ফোন দিলে সে রিসিভ না করে কেটে দেন।