ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ গত দুদিনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পৃথক দুটি স্থান থেকে একটি অজগর সাপ ও একটি গন্ধগোকুল উদ্ধার করে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করেছে।
গতকাল বুধবার দুপুর ১টার দিকে শ্রীমঙ্গলের ইছবপুর গ্রামের ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দেবের বাড়ি মন্দির ঘরে একটি অজগর সাপ দেখা যায়। বাড়ির মন্দিরের কুরশির ভেতরে সাপটি দেখতে পেয়ে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। পরে খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অজগরটিকে উদ্ধার করেন। এর আগের দিন গত মঙ্গলবার সকালে উপজেলার কালাপুর ইউনিয়নের কাইয়ুম মিয়ার বাড়ি থেকে একটি গন্ধগোকুল আটক করেন স্থানীয়রা। অভিযোগ রয়েছে, প্রায় এক মাস ধরে প্রাণীটি বাড়ির আশেপাশে অবস্থান করে ৩০৩৫টি মুরগি ও কবুতর শিকার করে। বারবার চেষ্টা করেও এটিকে ধরতে না পেরে সেদিন সকালে এলাকাবাসী সম্মিলিতভাবে প্রাণীটিকে আটকে ফেলে।
ঘটনার পর বাড়ির মালিক কাইয়ুম মিয়া বিষয়টি বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করলে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ সেখানে গিয়ে প্রাণীটিকে উদ্ধার করেন। পরবর্তীতে উদ্ধারকৃত অজগর সাপ ও গন্ধগোকুলকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্তৃপক্ষের মাধ্যমে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় অবমুক্ত করা হয়।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ গত দুদিনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পৃথক দুটি স্থান থেকে একটি অজগর সাপ ও একটি গন্ধগোকুল উদ্ধার করে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করেছে।
গতকাল বুধবার দুপুর ১টার দিকে শ্রীমঙ্গলের ইছবপুর গ্রামের ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দেবের বাড়ি মন্দির ঘরে একটি অজগর সাপ দেখা যায়। বাড়ির মন্দিরের কুরশির ভেতরে সাপটি দেখতে পেয়ে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। পরে খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অজগরটিকে উদ্ধার করেন। এর আগের দিন গত মঙ্গলবার সকালে উপজেলার কালাপুর ইউনিয়নের কাইয়ুম মিয়ার বাড়ি থেকে একটি গন্ধগোকুল আটক করেন স্থানীয়রা। অভিযোগ রয়েছে, প্রায় এক মাস ধরে প্রাণীটি বাড়ির আশেপাশে অবস্থান করে ৩০৩৫টি মুরগি ও কবুতর শিকার করে। বারবার চেষ্টা করেও এটিকে ধরতে না পেরে সেদিন সকালে এলাকাবাসী সম্মিলিতভাবে প্রাণীটিকে আটকে ফেলে।
ঘটনার পর বাড়ির মালিক কাইয়ুম মিয়া বিষয়টি বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করলে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ সেখানে গিয়ে প্রাণীটিকে উদ্ধার করেন। পরবর্তীতে উদ্ধারকৃত অজগর সাপ ও গন্ধগোকুলকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্তৃপক্ষের মাধ্যমে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় অবমুক্ত করা হয়।